[bangla_day],[english_date]


শাকিবকে নিয়ে প্রথম ছবি, সংশয় প্রকাশ কাজী হায়াতের


পূর্বাশা বিডি ২৪.কম :
03.12.2018

ডেস্ক রিপোর্টঃ  ঢাকাই সিনেমার যখন সুদিন ছিল, যখন গুণী নির্মাতারা নতুন সিনেমা শুরু করলে সিনেমা হলের মালিকরা সিনেমা নির্মাণের আগেই অগ্রিম বুকিং দিতেন। কিন্তু হাওয়া পরিবর্তন হওয়ায় এমন দিন আর ঢাকাই সিনেমায় দেখা যায় না। তবে সবশেষ ২০০৬ সালে মুক্তির আগেই হল বুকিং পেয়েছিল ‘চাচ্চু’। এরপর আর কোনও সিনেমার অগ্রিম বুকিং দিতে দেখা যায়নি। দীর্ঘ একযুগপর আবারও ঢাকাই সিনেমায় অগ্রিম বুকিং দিল হল মালিকরা।

সম্প্রতি দেশের চারটি সিনেমা হল মালিকরা অগ্রিম বুকিং দিয়েছেন কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ ছবিটির জন্য। হলগুলো হলো সিরাজগঞ্জের চালা, চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স, শেরপুরের সত্যবতী ও সিলেটের বিজিবি। প্রত্যেক সিনেমা হল থেকে ছয় লাখ টাকা করে মোট মাট ২৪ লাখ টাকার বুকিং পেয়েছেন। বিষয়টি জানিয়েছেন ছবির নির্বাহী প্রযোজক মোহাম্মদ ইকবাল। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান।

এরই মধ্যে কাকরাইলের সিনেমাপাড়ায় ‘বীর’ ছবিটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। দেশের চারটি সিনেমা হলে অগ্রিম বুকিং পাওয়াতেই এই আলোচনা হচ্ছে। বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বুকিং মানি পেয়েছি। একেকটা সিনেমা হলে ছয় লাখ টাকা করে বুকিং দিয়েছে।’

বিষয়টি নিয়ে পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘এ বিষয়টি নিয়ে সিনেমার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা সকলে খুশি। আমি নিজেও আনন্দে আছি। তারপরও কিছুটা সংশয় হচ্ছে। কারণ শাকিব খানকে নিয়ে আমার প্রথম ছবি হতে যাচ্ছে ‘বীর’। সিনেমা হল মালিকদের আশা কতটা পূরণ করতে পারবো আমরা দুজন তা নিয়ে কিছুটা সংশয়ে আছি। ছবির শুটিং এখনও এক মাস দেরি আছে। আমি ছবির গল্পের বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখব।’

বুকিং এজেন্ট সাইফুল ইসলাম আশাবাদী হয়ে বলেন, শাকিব খান দেশের জনপ্রিয় একজন নায়ক। আর কাজী হায়াৎ গুণী নির্মাতা। তার ছবি মানে সাফল্য আসবেই। সেই ধারাবাহিকতা বজায় রেখে হল মালিকরা বেশ আগ্রহ দেখাচ্ছে ছবিটি নিয়ে। আমরা আশা করছি চলচ্চিত্রের এই সংকট সময়ে ছবিটি সাড়া জাগাবে’।

‘বীর’ শিরোনামের ছবিটি যৌথভাবে প্রযোজনা করতে যাচ্ছেন শাকিব খান ও তার বন্ধু মোহাম্মদ ইকবাল। ছবিতে নায়িকা হিসেবে কাজ করবেন মৌমিতা মৌ। এ ছাড়া আরেকজন নায়িকা থাকছেন বলে জানা গেছে।এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি