বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার ১১ আসনে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল, ৯৮ জনের বৈধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৮


ইমতিয়াজ আহমেদ জিতুঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় ১১ টি আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ৩৬ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। ৯৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

রোববার (২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাচাই হয়েছে।

জানা যায়, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ১৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে কুমিল্লা-১ আসনে ৩ জন, কুমিল্লা-২ আসনে ৫ জন, কুমিল্লা-৩ আসনে ১০ জন, কুমিল্লা-৪ আসনে ৫ জন, কুমিল্লা-৫ আসনে ৩ জন এবং কুমিল্লা-৬ আসনে ১ জন, কুমিল্লা-৮ আসনে ১ জন, কুমিল্লা-৯ আসনে ৩ জন, কুমিল্লা-১০ আসনে ৩ জন ও কুমিল্লা-১১ আসনে একজনসহ সর্বমোট ৩৬ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ৯৮ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

যার মধ্যে কুমিল্লা-১ আসনে ইসলামি ঐক্যজোটের মোঃ আলতাফ হোসেন, বাংলাদেশ ইসলামি আন্দোলনের বশির আহমেদ ও জাতীয় পার্টির সৈয়দ মোঃ ইফতেখার আহসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মনোয়ার হোসেন, জাসদ প্রার্থী বড়–য়া মনোজিৎ ধীমান, স্বতন্ত্র প্রার্থী রবিউল হোসাইন, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মজিদ (আ’লীগের বিদ্রোহী) এর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৩ আসনে বিএনপির কে.এম মজিবুল হক, গণ ফোরামের আকবর আমিন বাবুল, এনপিপির মো: নজরুল ইসলাম, জাগপার মো: আনিছ, মুসলিম লীগের সৈয়দ মোস্তাক আহাম্মদ, স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আহসানুল আলম সরকার কিশোর, কাজী জুন্নুন বসরী, গোলাম কিবরিয়া, দেলোয়ার হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে । এ আসনে ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজভিউল আহসান মুন্সি, স্বতন্ত্র প্রার্থী মো আবুল কালাম আজাদ (আ’লীগের বিদ্রোহী), স্বতন্ত্র প্রার্থী ইরফানুল হক সরকার, স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুল আলম, বিএনপি প্রার্থী মোঃ রুহুল আমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে । এ আসনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৫ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস, ইসলামি ঐক্যজোটের মোঃ শাহ আলম, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ইদ্রিস, গণফোরামের শেখ আব্দুল বাতেনের মনোনয়ন বাতিল করা হয়েছে । এ আসনে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ গোলাম মহিউদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়েছে । এ আসনে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৭ আসনে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। এ আসনে ৮ জনের সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী কায়সার আলম সেলিমের মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী এ ফ এম সোলায়মান চৌধুরী (জামায়াত ইসলামি), স্বতন্ত্র প্রার্থী মোঃ ফয়েজ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মোঃ ইসমাইলের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূইয়া, বাংলাদেশ মুসলিম লীগের মোঃ আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-১১ আসনে জাকের পার্টির প্রার্থী মোঃ তাজুল ইসলাম বাবুলের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি