শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়ন পত্র গ্রহণের নির্দেশ


জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়ন পত্র গ্রহণের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  রংপুর-৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর রংপুর জেলার আমির গোলাম রব্বানীর মনোনয়ন পত্র দ্রুত গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রংপুরের রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে গোলাম রব্বানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী,ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক ও অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

বিএনপি মনোনীত প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানী জানান, গত ২৮ নভেম্বর বেলা ২টা ৫০ মিনিটে আমার আইনজীবী বায়জিদ ওসমানি প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার নির্ধারিত কার্যালয়ে যান। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পরও তাকে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকতে দেয়া হয়নি। বিভিন্ন বিষয়ে তাকে হয়রানি শেষে মনোনয়নপত্র গ্রহণে অপারগতা জানান রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন পত্র গ্রহণ না করায় প্রতিকারর চেয়ে গত শনিবার নির্বাচন কমিশনে আবেদন করি। নির্বাচন কমিশন থেকে কোন সুরাহা না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি