বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বাতিল মনোনয়নের ১ শতাংশ আওয়ামী লীগের : মাসুদ কামাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে, ৮ শত প্রার্থী বাদ পড়েছে তার ১ শতাংশ আওয়ামী লীগের। এই দেশের সমস্ত ঋণখেলাপি এবং যাদের আইন দিয়ে ধরা যায় তরাকি বেছে বেছে ঐক্যফ্রন্ট এবং বিএনপিতে জড়ো হলো। রোববার রাতে এটিএন নিউজের এক আলোচনায় তিনি প্রশ্ন তোলেনে।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী হাজী সেলিমের বিরুদ্ধে একটা মামলা আছে এবং নিম্ন আদালতে তার ১৩ বছরের সাজা হয়েছে এবং পরে তিনি উচ্চ আদালতে মামলাটা নিয়ে গেছেন এবং তার মনোনয়ন কেনো বাতিল হলো না। ওনার মমলা এখনো আছে এবং সাজা বাতিল হয়নি, স্বাভাবিকভাবে ওনার মনোনয়ন বাতিল হওয়া উচিত ছিলো। একটা অংশকে খুশি করার জন্য কমিশন এমন আচরণ করছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ বলছে বিএনপিকে তারা একটা সুযোগ করে দিয়েছে তাদের পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে। কিন্তু আসলে আওয়ামী লীগ চেয়েছে খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতে রাজনীতি না থাকলে আ.লীগের রাজনীতি করা সহজ হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বদির স্ত্রী এতটা জনপ্রিয় হয়েগেলো শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষমতায় আনার জন্য। কারণ কক্সবাজারের আসনে বদির অবস্থান অনেক ভালো এবং তার পরিবারের কেউ রাজনীতিতে আসলে আওয়ামী লীগ ওই আসনটা পাবে। একটা সিট বাড়ানোর জন্য আওয়ামী লীগ এই কাজটা করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি