বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মানহানির মামলা জিতে আড়াই কোটি টাকা পেলেন গেইল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  তিন বছর আগে দায়ের করা মানহানির মামলায় জয় পেয়েছিলেন গত বছরই। অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম ফেয়ারফ্যাক্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ক্যারিবীয় ক্রিকেট তারকা ক্রিস গেইল। এবার সেই মামলার ক্ষতিপূরণ হিসেবে তিন লাখ ডলার পেয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।

২০১৬ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম ফেয়ারফ্যাক্সের ধারাবাহিক প্রতিবেদনে দাবি করা হয়, ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সিডনির ড্রেসিং রুমে এক নারী ম্যাসেজ থেরাপিস্টের সঙ্গে অশালীন আচরণ করেছিলেন গেইল। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড, দ্য এজ ও দ্য ক্যানবেরা টাইমস নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছিল।

সংবাদপত্রে প্রকাশিত ওইসব প্রতিবেদনে বিব্রতবোধ করায় নিউসাউথওয়েলসের সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছিলেন গেইল। এরপর ২০১৭ সালে মামলার শুনানিতে গেইলের বিরুদ্ধে অভিযোগ তুলে সেই ম্যাসেজ থেরাপিস্ট লিনে রাসেল জানান, ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি বিশ্বকাপ চলাকালে ড্রেসিং রুমে গেইল তার সঙ্গে অশালীন আচরণ করেন। তার পরনের তোয়ালে খুলে গোপনাঙ্গও প্রর্দশন করেন। তবে শুরু থেকেই এ ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন গেইল। আদালতে দুই ঘণ্টার শুনানিতে জুরি বোর্ড ‘ফেয়ারফ্যাক্সে’ প্রকাশিত তথ্যের পক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি। ফলে মামলাটি জিতে যান ক্যারিবীয় এ ব্যাটিং দানব।

ঘটনার পর আদালত থেকে বেরিয়ে গেইল সাংবাদিকদের বলেন, ‘জ্যামাইকা থেকে আমি এখানে এসেছি সত্যটা প্রমাণ করতে। দিন শেষে ফলাফল আমার পক্ষে আর আমি খুশি, খুবই খুশি। আমি আগেই বলেছি, এই ঘটনায় আমার কোনো দোষ নেই।’ একই দিন ফেয়ারফ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছিল তারা আপিল করবেন। সেই আপিলের রায় গতকাল প্রকাশ হয়েছে। মানহানির মামলায় হেরে যাওয়ায় ফেয়ারফ্যাক্সকে তিন লাখ ডলার জরিমানা করা হয়েছে। যার পুরোটাই পাবেন গেইল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি