[bangla_day],[english_date]


‘তার সঙ্গে বিচ্ছেদটা ছিল সৌভাগ্যের’


পূর্বাশা বিডি ২৪.কম :
05.12.2018

ডেস্ক রিপোর্ট : একটি সিনেমার দৃশ্যে ক্যাট-রণবীরবিচ্ছেদের প্রায় দুবছর হয়ে গেল, তারও আগে ছিল তুমুল প্রেম। কিন্তু কখনও রণবীর কাপুর প্রসঙ্গে মুখে ‌‘টু’ শব্দটি আনেননি ক্যাটরিনা কাইফ। অবশেষে নিজেদের সম্পর্ক সম্পর্কে মুখ খুললেন ‘আজব প্রেম কি গজব কাহিনি’ ছবির অন্যতম এই মুখ।
বললেন তাদের বিচ্ছেদটা তার জন্য নাকি সৌভাগ্যের বিষয় ছিল!
ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই অকপটে কথা বলেন ক্যাট।
তার ভাষ্যটা এমন, ‘এটা আসলে আমার জন্য সৌভাগ্যের। কারণ এর ফলে আমি আমার প্যাটার্নটা বুঝতে পেরেছি। এর মাধ্যমেই আমি আমার পুরো লাইফটাকে দেখতে পেয়েছি। এখন আমি ভিন্ন ও নিখুঁতভাবে সব কিছু দেখতে পারি।’
সঙ্গে আরেকটু যোগ করেছেন এই তারকা, ‘এর ফলেই (বিচ্ছেদ) আমি আমার ওপর পুরোপুরি ফোকাসড হতে পেরেছিলাম। বিচ্ছেদের পরই বুঝতে পারি আমি আসলে এতদিন আমাকে পুরোপুরি চিনতাম না।’
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে অনাগ্রহী এই শিল্পী অন্য কাউকে দোষারোপও করতে চাননি।
ক্যাটরিনা কাইফরণবীর প্রসঙ্গে বলেন, ‘আমি কাউকে দোষারোপ করতে চাই না। এর দায়ভার আমার নিজের ওপরই। আমি আসলে এগুলো বিষয়ে খুবই স্পর্শকাতর।’
এদিকে ২০১৮ সাল তার জন্য খুব সুন্দর একটি বছর বলে মনে করেন এ তারকা। কারণ এ বছরই মুক্তি পেয়েছে আমিরের সঙ্গে ‘থাগস অব হিন্দোস্তান’-এর মতো ছবি। কাজ করেছেন শাহরুখের ‘জিরো’ ও সালমানের ‘ভারত’ ছবিতে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের মুখ দেখাদেখি বন্ধ। তাদের সর্বশেষ ছবি ‘জাগ্গা জাসুস’। নানা বিতর্কের মধ্যদিয়ে ছবিটির কাজ শেষ করেছিলো তারা।এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি