[bangla_day],[english_date]


‘হাজবেন্ড অব দ্য মিলেনিয়াম’ খেতাব চান রণবীর


পূর্বাশা বিডি ২৪.কম :
05.12.2018

ডেস্ক রিপোর্টঃ বলিউড তারকাদের মধ্যে অনেকটাই হাসিখুশী, প্রাণোচ্ছল এক যুবক রণবীর সিং। ভক্তদের সঙ্গে মাঝে মধ্যেই উদ্ভট কিছু কাজ করে বসেন তিনি। হাসিয়ে ছাড়েন সবাইকে। আর তাই ভক্তরাও তাকে দারুণ পছন্দ করে।

এতদিন নাকি ‘বয়ফ্রেন্ড অফ দ্য মিলেনিয়াম’ বলা হত তাকে। রণবীর নিজেই জানিয়েছেন সেকথা। তবে দীপিকা পাড়ুকোনকে বিয়ের পর আর ওই খেতাবে মন নেই রণবীরের। এবার ‘হাজবেন্ড অব দ্য মিলেনিয়াম’ অর্থাৎ, হাজার বছরের সেরা স্বামী হতে চান চিনি।

নতুন ছবি ‘সিম্বা’র ট্রেলার মুক্তির অনুষ্ঠানেই রণবীর জানিয়েছেন তার এমন আকাঙ্খার কথা। বলেছেন, হাজার বছরের সেরা প্রেমিক তকমা পাওয়ার পর এবার স্বামী হিসেবেও তিনি এক নম্বর হতে চান।

দীপিকাকে প্রতিটি পদক্ষেপেই সমর্থন করেছেন রণবীর সিং। রণবীর কাপুরের সঙ্গে দীপিকার পুরোনো প্রেম নিয়েও মাথা ঘামাননি। ২০১২ সালে দীপিকার সঙ্গে দেখা হওয়ার ৬ মাসের মধ্যেই তিনি বুঝে নিয়েছিলেন তার জন্য এ মেয়েই প্রকৃত পাত্রী। শেষ পর্যন্ত বিয়েও করেন। পছন্দের মানুষকে পাওয়ার পর এখন তার লক্ষ্যও পাল্টেছে। আর সেকারণেই এখন সেরা স্বামী হওয়ার পথে হাঁটছেন বলে জানান রণবীর সিং।

তার অভিনীত সিম্বা ছবি মুক্তি পাচ্ছে ২৮ তারিখ। এ ছবির ট্রেলার দেখে দীপিকার প্রতিক্রিয়া কেমন ছিল সেকথাও অনুষ্ঠানে জানিয়েছেন রণবীর। বলেছেন, ছবির ট্রেলার দেখে দীপিকা বলেছেন, “তাকে হট লাগছে।” রণবীরের কথায়, দীপিকা কোনোকিছুতেই নিজের মতামত বিশেষ দেন না। কিন্তু ট্রেলার চলার সময় রণবীরের দিকে তাকিয়ে তার মন্তব্য ছিল, “হট লাগ রাহা হ্যায়।”এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি