[bangla_day],[english_date]
  • প্রচ্ছদ »বিনোদন » ১১০ শিল্পী ৩,৭২০ ঘণ্টায় তৈরি করেছে প্রিয়াঙ্কার বিয়ের লেহেঙ্গা!


১১০ শিল্পী ৩,৭২০ ঘণ্টায় তৈরি করেছে প্রিয়াঙ্কার বিয়ের লেহেঙ্গা!


পূর্বাশা বিডি ২৪.কম :
05.12.2018

ডেস্ক রিপোর্টঃ গত ২ ডিসেম্বর বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ গায়ক নিক জোনাস সনাতন হিন্দু রীতিতে বাঁধা পড়েন সাত পাকে।

সেদিন লাল রঙের সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন প্রিয়াঙ্কা। সেইসঙ্গে গলায় হার, মাথায় টিকলি, নাকে নথ ও হাতে চূড়া পরে একেবারে পুরোদস্তুর ভারতীয় বধূর রূপ ছিল তার। আর অফ হোয়াইট রঙের শেরওয়ানি, পায়ে সোনালি জুতা, মাথায় পাগড়ি, গলায় মালা দিয়ে বর বেশে ছিলেন নিক।

বিয়েতে লাল রঙের পোশাকই প্রিয়াঙ্কার পছন্দ হওয়ায় তার লেহেঙ্গাটি ছিল পুরোদস্তুর লাল। কিন্তু পুরো লেহেঙ্গাতেই ছিল ফ্রেঞ্চ এমব্রয়ডারির ছড়াছড়ি। কয়েক স্তরের সুতোর কাজ করা হয়েছিল এতে।

ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় লেহেঙ্গার বিবরণ দিয়ে লিখেছেন, ফরাসি সিল্কের লাল ক্রিস্টাল লেয়ারে বানানো হয়েছে এ লেহেঙ্গা। এতে রয়েছে অসংখ্য হাতে করা এমব্রয়ডারির ফুল। যা তৈরি করতে সময় লেগেছে ৩,৭২০ ঘণ্টা। এমব্রয়ডারি করেছেন অন্ততপক্ষে ১১০ জন শিল্পী।

আর প্রিয়াঙ্কার অনুরোধে নাকি ডিজাইনার লেহেঙ্গাটিতে তার মা-বাবা মধু ও অশোক চোপড়ার পাশাপাশি নিক জোনাসের নামও লিখেছেন- এমনটিই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

শুধু লেহেঙ্গাই নয়, প্রিয়াঙ্কা গয়নাও ডিজাইন করেন সব্যসাচী মুখোপাধ্যায়। ২২ ক্যারেট সোনার উপর জাপানি মুক্তা দিয়ে তৈরি করা হয় গহনা। যার মধ্যে রয়েছে অসংখ্য হীরা। খানিকটা মুঘল গয়নার আদলে তৈরি করা হয় এটি। অন্যদিকে, নিকের পরনেও ছিল সব্যসাচীর ডিজাইন করা সিল্কের শেরওয়ানি এবং এমব্রয়ডারি করা দোপাট্টা। আর গলায় হীরার গয়না।এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি