শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মানহানির দুই মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  রংপুর ও জামালাপুরের মানহানির দুই মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ছয় মাসের জামিন দিয়েছে হাই কোর্ট। সেইসঙ্গে মামলা দুটির কার্যক্রম স্থগিত করে নথি তলব করেছে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ।

মামলা দুটি বাতিল চেয়ে মইনুল হোসেনের করা আবেদনের শুনানি করে হাই কোর্ট বুধবার এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।

গত ৮ নভেম্বর এ দুই মামলা বাতিল ও জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন মইনুল হোসেন। পরে সে আবেদন হাই কোর্টের একটি বেঞ্চের কার্যতলিকা থেকে বাদ দেওয়া হলে তা বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে তোলা হয়। শুনানিতে বিচারক বলে, “মানহানীর অভিযোগে কেবল অপমানিত ব্যক্তি মামলা করতে পারবেন। অন্য কারও এ মামলা করার আইনগত সুযোগ নেই।”

গত ১৬ অক্টোবর একাত্তর টিভির এক আলোচনা অনুষ্ঠানে আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে একের পর এক মামলা হচ্ছে ব্যরিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে, যিনি কামাল হোসেনের উদ্যোগে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় ছিলেন।

এর মধ্যে রংপুরের এক মামলায় গত ২৩ অক্টোবর রাতে ঢাকার উত্তরা থেকে মইনুলকে গ্রেপ্তার করে পুলিশ। মইনুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া ২২টি মামলার মধ্যে ২০টি মানহানির মামলা, বাকি দুটি মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি