শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মুরাদনগর উপজেলা বিএনপির ৮৮ নেতাকর্মীর জামিন লাভ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৮


স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর থানায় পুলিশের দায়ের করা নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠকের অভিযোগে করা ১০টি মামলায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের ৮৮জন নেতাকর্মী হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন।

বুধবার বিকেলে বিচারপতি হাবীবুল গণি ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্টে বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্র বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও ২১শে আগস্ট গ্রেনেড হামলা মালার রায় ঘোষণার পর থেকে বিভিন্ন সময় উপজেলার মুরাদনগর থানায় সরকারী গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক-মহাসড়কে প্রতিবন্ধকতা ও নাশকতার করার চেষ্ঠার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে উপজেলার বিএনপির ৮৮ নেতকর্মীর বিরুদ্ধে হওয়া ১০টি মামলায় বুধবার বিকেলে হাইকোট থেকে জামিন লাভ করেন। আসামী পক্ষের আইনজীবী হিসেবে মামলার শুনানীতে অংশগ্রহণ করেন এ্যাডভোকেট এম মাসুদ রানা ।

জামিন প্রাপ্ত ৮৮ জনের মধ্যে উল্ল্যেখযোগ্য নেতাকর্মীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির অন্যতম নেতা কাজী শাহ আরফিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা তকদির হোসেন, ওমর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাছান, মাসুম মুন্সি, আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হেদায়েত হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা জুবায়ের হোসেন, মনির হোসেন, জুয়েল, রব্বানী প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি