শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » ‘সত্য’ তথ্য দেওয়ায় কারাগারে যাচ্ছেন না ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ফ্লিন


‘সত্য’ তথ্য দেওয়ায় কারাগারে যাচ্ছেন না ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ফ্লিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রুশ সম্পৃক্ততা তদন্তে গঠিত কমিটিকে ‘সত্য’ তথ্য দিয়ে সহায়তা করেছেন বলে জানিয়েছেন কমিটি প্রধান রবার্ট মুলার। মঙ্গলবার এক ফেডারেল আদালতে মুলার বলেন, সত্য সহায়তা প্রদান করার কারণে কারাগারে যেতে হবে না ফ্লিনকে। ফ্লিন এপর্যন্ত ১৯ বার বিশেষ কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন। সিএনএন

প্রসঙ্গত, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সম্পৃক্ততা তদন্তে মুলারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। গত সপ্তাহে ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন কংগ্রেসকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এছাড়া, ট্রাম্পের সাবেক প্রচারণা প্রধান পল ম্যানাফোর্টও বিশেষ কমিটির কাছে নেওয়া শপথ ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি