শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সুপরিকল্পিতভাবে ৩০০ আসনে ৮০০টি মনোনয়নপত্র দিয়েছে বিএনপি : নওফেল


সুপরিকল্পিতভাবে ৩০০ আসনে ৮০০টি মনোনয়নপত্র দিয়েছে বিএনপি : নওফেল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রমাণের ভিত্তিতে কথা বলতে হবে। শুধুমাত্র খোঁড়া যুক্তি দাঁড় করানোর জন্য বিএনপির অভিযোগ, তাদের অনেক ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য করে দেয়া হয়েছে। এই যুক্তিটি প্রতিষ্ঠিত করবার জন্য সুপরিকল্পিতভাবে ৩০০ আসনে ৮০০টি মনোনয়নপত্র দেয়া হয়েছে। যাতে করে তারা দেখাতে পারে, তাদের অনেকগুলো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

একটি দলে সুনির্দিষ্টভাবে এতোগুলো ঋণখেলাপির কাছে যে মনোনয়ন বিক্রি করলো, সে বিষয়ে কেন সুশীল সমাজের লোকজন কথা বলছেন না। ৪ ডিসেম্বর যমুনা টেলিভিনের ‘রাজনীতি’ টকশোতে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার নওফেল বলেন, ৩০০ আসনের জন্য ৮০০টি মনোনয়ন বাংলাদেশের ইতিহাসে কখনো দেয়া হয়নি। তারা নিজেরাই আগে থেকে জানতো যে এই সমস্ত ব্যক্তিরা মনোনয়নের জন্য অযোগ্য হবেন। কেন অযোগ্য হবে না? প্রশ্ন তুলে তিনি বলেন, তাদের অনেক নেতাই আজকে ঋণখেলাপি, বিলখেলাপি তার পাশাপাশি সুনির্দিষ্টভাবে দণ্ডিত আসামী। এই সব ব্যক্তিরা সংবিধান অনুযায়ী এমনিতেই অযোগ্য হন।

তিনি বলেন, নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ, এই কথাটি বিএনপি-জামায়াত জোটের লোকেরাই বলছেন। এই নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ কেন? তারা কয়েকটি নির্বাচন নাকি ভালোভাবে করতে পারেনি। তারা কেন ভালোভাবে করতে পারেননি? সুনির্দিষ্ট অভিযোগটি উত্থাপন করবেন। যদি নির্বাচন কমিশন তা আমলে না, নেয় তাহলে আপনি উচ্চ আদালতে যাবেন। শুধুমাত্র মিডিয়াতে বসে মিডিয়াফী কথা-বার্তা বলে সমালোচনা করবো, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ে তা মেনে নেয়া যায় না।

তিনি আরো বলেন, বাকস্বাধীনতার স্বার্থে আলোচনা-সমালোচনা চলবে। তবে সুনির্দিষ্টভাবে ঋণখেলাপি, বিলখেলাপি, দণ্ডিত পলাতক এবং খুনি আসামিদের তারা কিভাবে প্রমোট করছেন।

সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশ্যে নওফেল বলেন, সুশীল সমাজের প্রতিনিধিরা তো নিজেদের দাবি করেন তারা জাতির বিবেক। কিন্তু সেই বিবেক কখন থাকে, যখন ২১ আগস্ট হত্যা মামলায় একজন দণ্ডিত আসামি লন্ডন থেকে বসে মনোনয়নের সিদ্ধান্ত নেয়া। তখন তো তারা কোনো কথা বললেন না। একজন পলাতক, দণ্ডিত ও খুনি আসামি প্রার্থীদের মনোনয়ন দিলেন। কাজটি কিভাবে করলেন এই বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা কোনো কথা বললেন না। এই যদি অবস্থা হয় সুশীল সমাজের, তাহলে আমরা বাকিরা কোথায় যাবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি