বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বাজে ফর্মে থেকেও আইপিএলে যাদের বেস প্রাইস ২ কোটি


বাজে ফর্মে থেকেও আইপিএলে যাদের বেস প্রাইস ২ কোটি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ আগামী ১৮ ডিসেম্বর জয়পুরে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের প্লেয়ার ড্রাফট। নিলামের আগেই দর নিয়ে নানা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বেশ কয়েক জন ক্রিকেটার নিয়ে। যারা গত বারে তেমন ভালো পারফর্মেন্স দেখাতে পারেননি। কিন্তু এবারের আসরে নিজেদের বেস প্রাইস রেখেছেন ২ কোটি। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে।

কোরি অ্যান্ডারসন : গত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন কোরি। কিন্তু, ২০১৮-এর আইপিএল মোটেই ভাল ছিল না তার। মাত্র তিনটি ম্যাচ খেলে তুলে নিয়েছেন মাত্র তিনটি উইকেট। সব মিলিয়ে তার রানের সংখ্যা ছিল ১৭।

স্যাম কুরান: ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার স্যাম কুরান। আগামী বিশ্বকাপে নিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন। তবে আইপিএলে এখনও পরীক্ষিত নয়। ছোট ফরম্যাটের ম্যাচেও পারফর্মেন্স তেমন ভালো না। তারপরেও আইপিএলে তার বেস প্রাইস রয়েল ক্যাটাগরিতে।

কলিন ইনগ্রাম: অনেকদিন আগেই দল থেকে বিদায় নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ৩৩ বছর বয়সী এ ব্যাটসম্যান। গত আসরে তার বেস প্রাইস রেখেছিলেন ২ কোটির মধ্যে। যদিও, গতবারে কোন দল তাকে নেয়নি। তথাপি, এবারও তার বেস প্রাইস রেখেছেন গতবারের মতই।

অ্যাঞ্জেলা ম্যাথিউস: শ্রীলঙ্কা দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের ভূমিকায় অনেকদিন যাবত ছিলেন এ ব্যাটসম্যান। কিন্তু, ইদানিং ফর্মের ধারে কাছেও নেই বলা চলে। তারপরেও আইপিএলে নিজের দাম বাড়ানোর ক্ষেত্রে জুড়ি নাই তার।

লাসিথ মালিঙ্গা: বিশ্বের অন্যতম বোলারদের মধ্যে একজন শ্রীলঙ্কার এই পেসার। কিন্তু, আগের মতো পারফর্মেন্স ধরে রাখতে পারেননি তিন। ২০১৭ সালে শেষ আইপিএল খেলেছিলেন এই বোলার। সর্বমোট ১২টি ম্যাচ খেলে ১১টি উইকেট যোগ করেছেন নিজের আইপিএল ক্যারিয়ারে। এবারের আসরে রয়েল ক্যাটাগরিতেই নিজের বেস প্রাইস রেকছেন তিনি।

শন মার্শ: অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান বর্তমানে খুবই বাজে পারফর্মেন্সে আছেন। টেস্টে পর পর ছয়টি ইনিংসে দশের কম রান করে সর্বপ্রথম ১৩০ বছরের লজ্জার রেকর্ড ভেঙেছেন এ ব্যাটসম্যান। শেষ আইপিএলে ২০১৭ সারে তার ৯ ম্যাচে সংগ্রহ ছিল ২৬৪ রান। এত কিছুর পরেও এ আসরে নিজেকে ২ কোটির বেস প্রাইসে রেখেছেন।

ব্র্যান্ডন ম্যাককালাম: টি-২০ ফরম্যাটে বিশ্বের অন্যতম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট বিশ্বে সাড়া জাগিয়েছেন এ ব্যাটসম্যান। যদিও বর্তমানে ফর্মে নেই তিনি। আইপিএলে এসেও তেমন কিছু করতে পারছেন না। তাও নিজেকে ২ কোটির বেস প্রাইসে রেখেছেন।

ডি’আর্কি শর্ট: অস্ট্রেলিয়া জাতীয় দলে তেমন ভালো কিছু করতে পারেননি এই অজি ব্যাটসম্যান। আইপিএল-এর সূচনা পর্বেও ভালো কোনো পারফর্মেন্স ছিলোনা তার। যদিও নিজের দর বেশ ভালই রেখেছেন এবারের আসরে।

ক্রিস ওকস: গত আসরে বেঙ্গালুরুর হয়ে মাঠে নেমেছিলেন ইংলিশ এ অলরাউন্ডার। এবারের আসরেও নিজের দর বেস ভালোই রেখেছেন ক্রিস ওকস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি