বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শহরাঞ্চলের ৪০ শতাংশ আবর্জনা পরিস্কার সম্ভব হয় না: বিআইডিএস


শহরাঞ্চলের ৪০ শতাংশ আবর্জনা পরিস্কার সম্ভব হয় না: বিআইডিএস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৮


ডেস্ক রিপোর্টঃ বিআইডিএস’এর এক সমীক্ষা বলছে শহরাঞ্চলের ৪০ শতাংশ আবর্জনা পরিস্কার সম্ভব হয়না ফলে তা পরিবেশ ও স্বাস্থ্যের জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছে। আবর্জানা সরিয়ে ফেলার যে ব্যবস্থাপনা রয়েছে তার বাইরে এধরনের আবর্জনা থেকে বিভিন্ন ধরনের মারাত্মক জীবাণু ও অন্তত ৪০ ধরনের রোগ ছড়িয়ে পড়ে। খোলা স্থানে এধরনের আবর্জনা দুর্গন্ধ ছাড়াও মিথেন গ্যাস ছড়ায় এবং পানির সংস্পর্শে এসে তা দূষিত করে। ‘অর্গানিক সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট এন্ড দি আরবান পোর ইন ঢাকা সিটি’ নামে এ বিআইডিএস’এর এ সমীক্ষায় উঠে এসেছে এসব তথ্য।

সমীক্ষায় আরো জানা যায়, ঢাকার বাইরে এধরনের আবর্জনার কারণে মাটিতে জৈব’র পরিমান হ্রাস পাচ্ছে। ৮৩ ভাগ মাটিতে সাড়ে তিন ভাগের কম জৈব রয়েছে। এছাড়া বর্ষাকালে শহরাঞ্চলে আবর্জনার পরিমান ৪৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। বর্তমানে শহরাঞ্চলে প্রতিদিন ৪৭ হাজার ৬৪ টন আবর্জনা জমে যা ১৯৯১ সালে ছিল ৬ হাজার ৪৯৩ এবং ২০০৫ সালে ছিল ১৩ হাজার ৩’শ টন। সমীক্ষায় আবর্জনা ছাড়াও শহরায়ন, আবর্জনা ব্যবস্থাপনা ও সমস্যা নিয়ে আলোকপাত করা হয়েছে।

সমীক্ষায় আরো বলা হয়েছে ঢাকায় প্রতিদিন ৩৮’শ টন আবর্জনা জমে। যা ঢাকার বাসিন্দাদের মাথাপিছু শূন্য দশমিক ৫৬ কেজি। আবর্জনার ৭০ থেকে ৮০ ভাগই অর্গানিক। আবর্জনার অব্যবস্থাপনার কারণে ঢাকার আগারগাঁও ও টিটি পাড়া বস্তিবাসিরা বিভিন্ন সমস্যায় ভুগছে। আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে, বাইরে বের হলে শিশুদের চোখ লাল হয়ে পড়ে, এমনকি তারা অসুস্থ হয়েও পড়ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি