বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জাতীয় পার্টি একটা বন্দিত্বের মধ্যে আছে : নাঈমুল ইসলাম খান


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  দৈনিক আমাদের নতুন সময় এর সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ কিন্তু অফিসিয়ালি বন্দি নয়, জাতীয় পার্টি একটা বন্দিত্বের মধ্যে আছে। রোববার রাতে ডিবিসি নিউজের এক আলোচনায় তিনি একথা বলেন।

নাঈমুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টি নির্বাচনের সমীকরণ পরিবর্তন করে। অংশগ্রহণমূলক নির্বাচনে অর্ধেক কিন্ত ইতিমধ্যে হয়েছে। এই দিক থেকে এখন পর্যন্ত কমিশন সফল। প্রধানমন্ত্রী ইসলামী সহানুভূতিকে কাজে লাগিয়ে ইসলামী ভোটের একটা অংশ নিজের দিকে টানতে পেরেছে। এই অংশ নির্বাচনে সিট দেবে না তবে ভোটের হিসাবে অনেক সফলতা আছে।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদকে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। এরশাদ কিন্তু নিজের ইচ্ছাই বন্দি আছে কারণ তিনি জানেন বাইরে থাকলে এভাবে ম্যানেজ করতে পারবেন না তাই তিনি বন্দি আছে। রাজনীতির নানা রকম টানাপোড়েণ, উত্থান-পতনে প্রতিদিন আলাদা করে বিশ্লেষন করতে হবে। আসলে জাতীয় পার্টি চালাচ্ছে আওয়ামী লীগ। আজকে পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়াটা অসাধারণ, দুটো পক্ষ এতোটা উচ্ছোসিত এবং নির্বাচনী পরিবেশ অসাধারণ।

তিনি আরো বলেন, বিএনপি কিন্তু নির্বাচন ছেড়ে যাবে না তবে শেখ হাসিনার ওপরে চাপটা বেশি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়। তাই তারা বিএনপিকে নির্বাচনে রাখতেই চাইবে। বিএনপিকে ভালোভাবে প্রচার-প্রচারণা করতে না দেয়া নানা কৌশল দিয়ে দেরি করা, বিরক্ত করাসহ বিভিন্ন কৌশলে বিএনপিকে নির্বাচনে আটকে রাখা। তবে বিএনপি যেনো নির্বাচন হুট করে ছেড়ে না যায় সেটাই চাইবে আ.লীগ।

তিনি জানান, আজকে পর্যন্ত দুইটা দলের জন্য এবারের নির্বাচন অসম্ভব গুরুত্বপূর্ণ। তবে বিএনপি এখন একটা হিসাব করে কর্মীদেরকে মাঠে নামাবে তাদেরকে কতোদিন ধরে রাখতে পারবে। এছাড়া বিএনপি আগেই তাদের মূল কর্মীদেরকে মাঠে নামাবে না কারণ যদি গ্রেফতার করে অথবা কতোদিন তারা মাঠে থাকার মতো শক্তি আছে। তবে এবারের নির্বাচনে বিএনপির যে যেখানে শক্তিশালী সেখানে ভোটে প্রভাব খাটাবে পক্ষে আনার জন্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি