শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিজয় দিবসে ৪৭ বছরের ‘অপেক্ষা’র গল্প


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ ১৬ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত নাটক ‘অপেক্ষা’
৪৭ বছর ধরে ঘরের বাইরে যাননি এক ‘মা’। যার স্বামী একাত্তরে ঘর ছেড়েছেন দেশের স্বাধীনতার লড়াইয়ে। এই দীর্ঘসময় কখনো এক দিনের জন্যও কোথাও যাননি ঘুরতে। যদি ‘সে’ এসে কাউকে না পেয়ে মনে কষ্ট পায়! এমনই এক আবেগ তাড়িত অপেক্ষার গল্প নিয়ে ১৬ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত নাটক হবে ‘অপেক্ষা’।

জনপ্রিয় নাট্যকার শফিকুর রহমান শান্তনু রচিত নাটকটির পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন, সুবর্না মুস্তাফা, আনিসুর রহমান মিলন, দীপা খন্দকার, কাজল সুবর্ন ও আযম খান।

বিজয় দিবসে ৪৭ বছরের ‘অপেক্ষা’র গল্প

নাটকের গল্পে দেখা যায়, মিলন চাকরি করেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। একদিন তিনি দেখেন, তার বস্ খুব চিন্তিত। কথাপ্রসঙ্গে জানতে পারেন, বসের মেয়ে একটা সমস্যার মধ্যে আছে। সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তারা জড়িয়ে পড়েন ৭১ এর মুক্তিযুদ্ধে স্বজনহারা একটি পরিবারের দুঃখ কষ্ট আনন্দ আর এক জীবনের অপেক্ষার সাথে।

নাটকটি সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘গল্পটি শহীদ এক মুক্তিযোদ্ধার স্ত্রীর জীবন সংগ্রাম ও অপেক্ষার গল্প। যা দেখে আমরা একইসাথে আবেগতাড়িত ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুনভাবে উজ্জীবিত হবো।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি