শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হিরো আলম মনোনয়নপত্র ফিরে পেলো


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  বগুড়ার হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জালালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে হিরো আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাওছার আলী।

এর আগে, গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম। আপিল শুনানি শেষে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও তার মনোনয়ন অবৈধ ঘোষণার পক্ষে আদেশ দেন। এরপর গত ৯ ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও পরবর্তী সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি