শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


এ্যান্টার্কটিকায় ফের ৭.১ মাত্রার ভূমিকম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ গত সোমবার বড় ধরনের ভূমিকম্পের পর এ্যান্টার্কটিকায় ফের মঙ্গলবার সকালে ভূমিকম্পে বেশ কয়েকটি আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে। সবচেয়ে বড় আগ্নেয়গিরিটি ৩১দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ব্রিস্টল দ্বীপের ৬১ কিলোমিটার উত্তরপূর্বে এ শক্তিশালী ভূমিকম্প ঘটে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে বলছে ভূমিকম্পের গভীরতা ছিল ১৬৫ কিলোমিটার এলাকা জুড়ে। ব্রিস্টল দ্বীপটি ফকল্যান্ড দ্বীপ থেকে ২ হাজার ৮২ কিলোমিটার দক্ষিণপূর্বে। গত সোমবার এ্যান্টার্কটিকার উত্তরে দক্ষিন স্যান্ডউইচ দ্বীপে ৭.১ মাত্রার ভূমিকম্প ঘটে। এর আগে ব্রিস্টল দ্বীপে ২০১৬ সালে ভূমিকম্প হয়েছিল। তবে ইউএস প্যাসিফিক সুনামি সতর্ককেন্দ্র বলছে এ ভূমিকম্পে সুনামির কোনো শঙ্কা নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি