শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কিমের প্রধান ৩ সহকারীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রধান তিন সহকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্ঠা সত্ত্বেও উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি এখনো বিশ্বে সর্বনিম্নে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ইয়ন

সোমবার মার্কিন কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, পিয়ংইয়ংয়ে বাক স্বাধীনতা হরণে সম্পৃক্ততার অভিযোগে যুক্তরাষ্ট্রে থাকা কিমের ডানহাত খ্যাত সহকারী চোয় ইয়ং হায়সহ তিন সহকারীর সম্পত্তি জব্দ করা হবে। মার্কিন পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, দেশটি বিদেশের মাটিতে মানবাধিকার ও বাক স্বাধীনতা হরণের জন্য কথা বলে এবং প্রতিবাদ করে বলে মন্তব্য করেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র রোবার্ট পলাদিনো।

তিনি বলেন, উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি এখনো বিশ্বে সর্বনিম্নে। পিয়ংইয়ং বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক শ্রমে নিয়োগ, নির্যাতন, বিচারের নামে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন, ধর্ষণ, জোরপূর্বক গর্ভপাতসহ আরো অনেক যৌন সহিংসতার জন্য ব্যাপকভাবে সমালোচিত। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে গত জুনে সিংগাপুরে ট্রাম্পের সঙ্গে কিমের স্বাক্ষরিত সমঝোতাচুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি