বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন কমিশনের কোনো চ্যালেঞ্জ নেই, দায়িত্ব আছে : আনু মুহাম্মদ


নির্বাচন কমিশনের কোনো চ্যালেঞ্জ নেই, দায়িত্ব আছে : আনু মুহাম্মদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৮


ডেস্ক রিপোর্টঃ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সামনে কোনো চ্যালেঞ্জ নেই, তবে অনেক দায়িত্ব আছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সুষ্টু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার জন্য এই প্রতিষ্ঠানকে সাংবিধানিকভাবে যথেষ্ট শক্তি দেওয়া হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচন করার সম্পূর্ণ দায়িত্ত নির্বাচন কমিশনের। এখন দেখার বিষয় হচ্ছে, নির্বাচন কমিশন সংবিধান প্রদত্ব দায়িত্ব যথাযথ পালন করে কিনা? যদি তারা দায়িত্ব পালন করে তাহলে ভালো নির্বাচন হবে। আর যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তাহলে একটি খারাপ নির্বাচন হবে।

তিনি বলেন, শেষ পর্যন্ত যেসকল প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে তারা সবাই নির্বাচন কমিশন দ্বারা বৈধ প্রার্থী। এই সকল বৈধ প্রার্থীর অধিকার রক্ষা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এই প্রার্থীরা যাতে নির্ভয়ে তাদের প্রচার চালাতে পারে, এটা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। অন্যদিকে কোনো প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনাটাও নির্বাচন কমিশনের দায়িত্ব।

তিনি আরোর বলেন, কোনো প্রার্থী যদি চোরাই টাকা ব্যবহার করে, ধর্ম ব্যবহার করে অপপ্রচার চালায় এবং অন্যদের জন্য ক্ষতিকর হয় এমন বিষয় ব্যবহার করে তাহলে নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন যদি তার দায়িত্ব পালন বা শক্তি প্রয়োগে স্বচ্ছতার পরিচয় দেয় তাহলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে।

এক্সক্লুসিভ রিলেটেড



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি