বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তান কোনো সহায়তার উপযুক্ত না: নিকি হ্যালি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, পাকিস্তান সন্ত্রাসীদের লালন করে। দেশটি কোনোভাবেই কোনো অর্থ সহায়তা পাওয়ার যোগ্য নয়। সোমবার ‘দ্য আটলান্টিক’ নামক একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। এক্সপ্রেস ট্রিবিউন

হ্যালি বলেন, পাকিস্তানে সন্ত্রাসদমনের উদ্দেশ্যে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। অথচ পাকিস্তান সন্ত্রাসীদের সহায়তা করে এসেছে। এর ফলে কোনো উপকারতো হয়নি বরং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে প্রচুর মার্কিন সেনাসদস্যও নিহত হয়েছে।

হ্যালি বলেন, বৈদেশিক সাহায্য দেয়া এবং লেনদেনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আরো কঠিন হওয়া উচিত। এমনকি যেসব দেশ যুক্তরাষ্ট্রের মঙ্গল চায় না, সেসব দেশকে অর্থ সাহায্য না দেওয়ার জন্যেও অনুরোধ করেন ভারতীয় বংশোদ্ভুত এ মার্কিন নাগরিক।

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানকে যাবতীয় অর্থ সহায়তা বাতিল করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কেবল পাকিস্তানকে সহায়তা দিয়েই এসেছে এর বিনিময়ে কিছুই দেয়নি দেশটি। তবে এরপরই মার্কিন চাপের বিরুদ্ধে দেশটির সাধারন জনগণকে রুখে দাঁড়াতে আহ্বান জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি