বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করছে ভারত: পাকিস্তানি আইনমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির লঙ্ঘন করছে ভারত। বিশেষ করে শিল্পাঞ্চলের কারণে পাকিস্তান অংশের জন্য বরাদ্দ সিন্ধু, চন্দ্রভাগা ও ঝিলাম নদীর পানি নিয়ে যাওয়ার বিষয়টিও জানান পাকিস্তানের আইনমন্ত্রী মুহাম্মদ ফারগ নাসিম। সোমবার ‘ওয়াটার: ফিউচার ওয়ার এন্ড পিস’ শীর্ষক এক সম্মেলনে ভারতের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন তিনি। এক্সপ্রেস ট্রিবিউন

মুহাম্মদ ফারগ নাসিম বলেন, সিন্ধু পানি চুক্তি অনুযায়ী ভারতকে আন্তর্জাতিক মহলের ওপর চাপ প্রয়োগ করতে হবে। আইনমন্ত্রী বলেন, ভারত কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্যই পাকিস্তানের ভাগে থাকা নদীগুলো ব্যবহার করতে পারবে। প্রসঙ্গত, সিন্ধু পানি চুক্তি অনুযায়ী কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত ছয়টি নদী ভারত ও পাকিস্তান দুইদেশের মধ্যে ভাগাভাগি হয়। চুক্তি অনুযায়ী, পশ্চিমের সিন্ধু, চন্দ্রভাগা ও ঝিলাম নদীর পানি পুরোটা পাকিস্তানে যাবে। পূর্ব প্রান্তের তিন নদী বিপাশা, ইরাবতী ও শতদ্রুর পানি পাবে ভারত।

দেশবিভাগের পর ১৯৪৮ সাল থেকেই নদীর পানি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুইদেশ। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আরো বলেন, সিন্ধু নদ এশিয়ার দীর্ঘতম নদী। যার ৪৭ শতাংশই পাকিস্তানের মধ্যে পড়ে। সুতরাং পাকিস্তানের নায্য দাবি লঙ্ঘন করা মানবাধিকার লঙ্ঘনের সামিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি