শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন?


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ নির্বাচনী রাজনীতি শেষ মুহূর্তে এসে চরম নাটকীয়তায় রূপ নিয়েছে। টানটান উত্তেজনা তৈরি হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা এখন আদালতের হুকুমের অপেক্ষায়। দুর্নীতি মামলায় দ-িত খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না এটাই এতোদিন ধরে নেয়া হয়েছিলো। তিনি তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করলেও ১১ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চের বিভক্ত রায় বিএনপি সমর্থকদের আশাবাদী করে তুলেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়ার আইনজীবী।

হাইকোর্টের সিনিয়র বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খালেদা জিয়ার আবেদন বৈধ বলে রায় দেন। অর্থাৎ তার রায় অনুযায়ী খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। কিন্তু দ্বিতীয় বিচারপতি মো. ইকবাল কবির ভিন্ন রায় দেন। নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি হবে একটি তৃতীয় বেঞ্চে। ১২ ডিসেম্বর, বুধবার তৃতীয় বেঞ্চেই খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে পারা, না-পারার বিষয়টি ফয়সালা হবে বলে মনে করা হচ্ছে।

কী হবে রায়? আওয়ামী লীগ বলছে, খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। আদালত কি আগের রায়ের বিরুদ্ধে যাবে? বিএনপি বলছে, আদালতে তারা ন্যায়বিচার পাবে। আদালত যদি খালেদা জিয়াকে ‘যোগ্য’ ঘোষণা করেন তাহলে বিএনপি খুশি হবে। কিন্তু স্বীকার করবে কি যে, আদালত সরকার নিয়ন্ত্রণ করে না?

আমরা বিশ্বাস করতে চাই যে, উচ্চ আদালতের রায় রাগ-অনুরাগের বশবর্তী হয়ে দেয়া হয় না , আইনি ব্যাখ্যা-বিশ্লেষণের ভিত্তিতেই দেয়া হয়। আইনজীবীদের যারা দলীয় বৃত্তের বাইরে তারা মনে করেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তবে যদি উল্টোটা হয়, তখন কী হবে? খালেদা জিয়া নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পেলে বড় ধরনের নৈতিক বিজয় হবে বিএনপির। তারা জয়ের আনন্দ নিয়ে নির্বাচন করবে। সরকার বা আওয়ামী লীগের পক্ষে বিষয়টি হজম করা কঠিন হবে।

বিএনপি নানাবিধ ঝুটঝামেলার মধ্যেই আছে। কিন্তু তাদের হেভিওয়েট প্রার্থীদের অধিকাংশ আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ায় দলটি উজ্জীবিত হয়েছে। যদিও নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিএনপিকে আরো বহুটা পথ হাঁটতে হবে, তবু এটা বলা যায় যে, বিএনপির আকাশ থেকে কালো মেঘ যেন কাটতে শুরু করেছে। খালেদা জিয়া নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পেলে বিএনপির জন্য সেটা হবে আগাম বিজয়বার্তা। প্রশ্ন হলো, এতো সুখ কি সত্যি বিএনপির কপালে আছে?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি