বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জনগণ আওয়ামী লীগের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে: মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণ আওয়ামী লীগের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। সে কারণে তারা এখন সন্ত্রাসী কর্মকা- বেছে নিয়েছে। একদিকে প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করছে, অপরদিকে তারাই হামলা, ভাঙচুর চালাচ্ছে বিরোধীদের নির্বাচনী কর্মকাণ্ডে।

বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়নের গণসংযোগকালে এক পথসভায় একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি, ২০দলীয় জোট ও ঐক্যফ্রন্টের গণজোয়ার শুরু হয়েছে। আওয়ামী লীগ বিএনপির এ গণজোয়ারে হতাশ হয়ে পড়েছে। তাই দলীয় ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন বানচালের পরিকল্পনা করছে আওয়ামী লীগ। সেজন্যই বিরোধীদের ওপর হামলা ও তাদের গ্রেফতার করছে। তিনি বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন কমিশন এখনও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। সেটা হলে সবার জন্য সমান সুযোগ তৈরি হতো। কিন্তু আওয়ামীলীগের প্রচারে কোন বাধা দেয়া হচ্ছে না। অথচ আমাদের প্রচার প্রচারণা ও সকল কর্মকান্ডে বাধা দিচ্ছে আওয়ামী ও তাদের সন্ত্রাসী বাহিনীরা। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে এসব সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে।

এসময় তিনি দেশে গণতন্ত্র ফেরাতে ও খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

সে সময় গণসংযোগে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সহ-সভাপতি গোলাম সারোয়ার রঞ্জু চৌধুরি, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি