শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


টাইম ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হলেন নিহত-কারাবন্দি সাংবাদিকরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ বিখ্যাত ম্যাগাজিন টাইম এর এবছরের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হয়েছেন বিশ্বব্যাপী নিহত ও কারাবন্দি সাংবাদিকরা। মঙ্গলবার অভিজাত এই ম্যাগাজিনটির ডিসেম্বর ২৪-৩১ সংখ্যায় প্রতিবছরের মতো ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ ঘোষণা করা হয়। এসময় সাংবাদিকদের ‘সত্যের প্রতিপালক’ হিসেবে উল্লেখ করা হয়। ম্যাগাজিনটিতে এবং এর অনলাইন সংস্করণে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমের কথা।

নতুন ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ সংখ্যা উপলক্ষে ৪ ধরণের প্রচ্ছদ করেছে টাইম। নৃশংসভাবে নিহত সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজির ছবি দিয়ে এর একটি প্রচ্ছদ করা হয়।

এছাড়াও মিয়ানমারে কারাবন্দি রয়টার্স সাংবাদিক ওয়া লন ও কিয়া সয়ে ও এর ছবি হাতে তাদের স্ত্রীদের ছবি দিয়ে আরেকটি প্রচ্ছদ করা হয়।

টাইম ম্যাগাজিনের অন্য দুটি প্রচ্ছদের একটিতে ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা ও অন্যটিতে মার্কিন সংবাদপত্র দ্য ক্যাপিটাল গেজেট এর অফিসে বন্দুক হামলায় নিহত সাংবাদিকদের ছবি দেয়া হয়েছে।

টাইমের বছরের শেষ সংখ্যাটিতে উল্লেখ করা হয়েছে এবছর বিশ্বজুড়ে নিহত ও কারাবন্দি সাংবাদিকদের কথা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি