শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্পের বিরুদ্ধে মামলা করে ৩ লাখ ডলার জরিমানা গুণছেন স্টর্মি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করে প্রায় ৩ লাখ ডলার জরিমানা গুণতে হচ্ছে পর্ন স্টার স্টর্মি ডেনিয়েলসকে। ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল বলে স্টর্মি দাবি করেন। কিন্তু পরবর্তীতে তা অস্বীকার করে উল্টো মুখ বন্ধ রাখতে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্টর্মি। কিন্তু মঙ্গলবার আদালত তার মামলাটি খারিজ করে দিয়ে ট্রাম্পকে আইনি প্রক্রিয়ার খরচ হিসেবে ২ লাখ ৯৩ হাজার ৫২ ডলার প্রদান করার আদেশ দিয়েছেন। বিবিসি

ট্রাম্পের আইনজীবীর পক্ষ থেকে স্টর্মির বিরুদ্ধে অতিরিক্ত অবরোধ আরোপের আবেদন করা হলে লস এঞ্জেলেসের আদালত তা অস্বীকার করেন। তবে ট্রাম্পের আইনি প্রক্রিয়ার খরচ হিসেবে যে অর্থ দেয়ার আদেশ দেয়া হয়েছে তার মধ্যে ভিত্তিহীন মামলা দায়েরের জন্য ১ হাজার ডলার প্রদানের অর্থ দ-ও আছে বলে জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী চার্লস হার্ডার।

হার্ডার বলেন, স্টর্মির মামলা বাতিলের রায়টি ট্রাম্পের জন্য অনেক বড় জয়। কিন্তু এটি আর আপিলের জন্য গৃহিত হবে না বলে জানিয়েছেন স্টর্মির আইনজীবী মাইকেল অ্যাভেনেটি। তবে তিনি ট্রাম্প ও তার সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের রিুদ্ধে দায়েরকৃত আরেকটি মামলা নিয়ে কাজ করছেন বলে জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি