শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দশ বছর পর চলচ্চিত্র নির্মাণে এ টি এম শামসুজ্জামান


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ দীর্ঘ দশ বছর পর আবারও চলচ্চিত্র নির্মাণ করছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা এ টি এম শামসুজ্জামান। তিনি এর আগে ২০০৯ সালে এবাদত নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। দীর্ঘ সময় পর তিনি ‘এখন বলা যায়’ শিরোনামের নতুন একটি সিনেমার কাজ শুরু করছেন।

এ বিষয়ে আমাদের সময় ডট কমকে এ টি এম শামসুজ্জামান বলেন, “আমি সবসময় ছবি নির্মাণ করা চিন্তা করি। কিন্তু ব্যাটে-বলে না মেলায় কাজ করা হয়ে ওঠে না। এতোদিন সুযোগ এর অপেক্ষায় ছিলাম। সেই সুযোগটা এবার এসেছে। তাই ‘এখন বলা যায়’ শিরোনাম দিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে ‘এখন বলা যায়’ ছবির গল্প নিয়ে আমি ভাবছিলাম। এর চিত্রনাট্যও আমি নিজেই করেছি। আমার জীবনে আমি অনেক কিছুই বলতে পারিনি। সেই না বলা গল্পগুলো ছবির মাধ্যমে তুলে আনার চেষ্টা করব। এটি হবে আমার স্বপ্নের একটি চলচ্চিত্র।”

ছবিতে কারা অভিনয় করবেন জানতে চাইলে এ টি এম শামসুজ্জামান বলেন, ‘শিল্পীদের বিষয়ে কিছু চমক রাখতে চাই। তাই এখন নাম বলতে চাচ্ছি না। আগামী বছরে জানুয়ারী মাসের মাঝামাঝি সময় এর মধ্যে শুটিং শুরু করব। এটা চূড়ান্ত।’

এখন পর্যন্ত এ টি এম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘অপেক্ষা’, ‘ম্যাডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘চোরাবালি’ ছবিগুলোতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০১৫ সালে তিনি পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি