বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » বর্তমানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই : সিপিবি


বর্তমানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই : সিপিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির সংসদ প্রার্থী আবু তাহের বকুল বলেছেন, বর্তমানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। সর্বত্র ভয়-ভীতি বিরাজ করছে। গতকাল বিকেলে রায় সাহেব বাজার এলাকায় নির্বাচনী এলাকায় গণ সংযোগের সময় তিনি এ কথা বলেন।

সিপিবির সংসদ প্রার্থী বলেন, আমার নির্বাচনী গণ সংযোগ কর্মসূচিতে দলের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তিনি বলেন, এখনো দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ সৃষ্টি হয়নি। নিরপেক্ষ নির্বাচন করতে সিইসি ব্যর্থ হলে তার জন্য দায়ী থাকবে এবং জাতি তাকে ক্ষমা করবে না। কারণ জাতি পরিবর্তন চায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি