শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতকে হুশিয়ারি পন্টিংয়ের, দেখা হবে পার্থে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  ভারতের এবারের অস্ট্রেলিয়া সফরটি যেন যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়েছে সফরকারী ভারত। অ্যাডিলেডে ইতিহাস গড়ে ইতিমধ্যে ১-০ তে এগিয়ে গিয়েছে বিরাট কোহলিরা। অ্যাডিলেডের এই জয় ভারতের কাছে অনেক বড়। তেমনি অস্ট্রেলিয়ানদের জন্যও এই পরাজয়ের কষ্টটা একটু বেশিই। তবে ১৪ ডিসেম্বর পার্থে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট নিয়ে আশাবাদী সাবেক অজি ক্যাপ্টেন রিকি পন্টিং। পার্থে শুরু হওয়া ঐ টেস্ট নিয়ে ইতিমধ্যে ভারতে হুশিয়ারি দিয়েছেন সাবেক এ অধিনায়ক।

গত ৭০ বছর ধরে বিভিন্ন সময় অস্ট্রেলিয়া সফর করছে ভারত। অ্যাডিলেডের জয়টি নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র ছয়টি টেস্ট জিতল ভারত। এটি আবার গত ১৮ বছরে অ্যাডিলেডের মাঠে সফরকারী কোনো দলের প্রথম জয়। ভারত যত ভালো দলই হোক, এই হারটি নিয়ে এরই মধ্যে কাটাছেঁড়ায় বসে গেছে অস্ট্রেলীয় ক্রিকেট বোদ্ধারা। গবেষণা চলছে পার্থের পরের টেস্টে কীভাবে ঘুরে দাঁড়াতে পারে স্বাগতিকেরা।

ঐতিহাসিকভাবেই ফাস্ট বোলারদের জন্য পার্থের উইকেটকে আদর্শ বলা হয়। কন্ডিশনের কথা ভেবেই হয়তো পার্থে নিজের দেশকে এগিয়ে রাখছেন পন্টিং, ‘আমার মনে হয় পার্থ ভারতীয় খেলোয়াড়দের চেয়ে আমাদের জন্য বেশি উপযুক্ত। কিন্তু অস্ট্রেলীয় দলকে খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে হবে। অ্যাডিলেডে অস্ট্রেলীয় দলের পারফরম্যান্স মোটেও ভালো হয়নি, যদিও হারের ব্যবধানটা অল্প।

প্রথম টেস্টে হারলেও অস্ট্রেলীয় দলকে এখনই খারাপ বলতে রাজি নন পন্টিং। সে কারণেই পার্থে অ্যাডিলেডের একাদশটি অপরিবর্তিত রাখার পক্ষে তিনি,‘আমার মনে হয় এটিই অস্ট্রেলিয়ার সেরা একাদশ। পার্থ এটি অপরিবর্তিত রাখার পক্ষেই আমি।’
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার অনেক ইতিবাচক দিক আছে বলেই মনে করেন পন্টিং, ‘এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিকই খুঁজে পেতে পারে অস্ট্রেলিয়া। কিন্তু উন্নতি করতে হবে অনেকটাই। ভুল-ভ্রান্তি গুলির দিকে নজর দিতে হবে তাদের।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি