বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইশা আম্বানির বিবাহোত্তর সংবর্ধনা আগামীকাল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে হলো গতকাল বুধবার। আলো ঝলমল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ধনীর দুলালী ইশা গাঁটছড়া বেঁধেছেন ভারতের আরেক শীর্ষধনী আনন্দ পরিমলের সাথে। বিয়ের অনুষ্ঠানে জমেছিলো তারার মেলা, আগামীকালও তারায় তারায় ভরে উঠবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

বুধবার রাতে মুম্বাইয়ের সব রাস্তাই যেন মিলিত হয়েছিলো পেদার রোডে গিয়ে। এখানেই ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির আন্টিলা বাসভবনে মেয়ে ইশা আম্বানির জাঁকজমকপূর্ণ বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি, অমিতাভ বচ্চন, রেখা, রজনীকান্ত, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, আমির খান, নববিবাহিত দম্পতি দীপিকা পাড়কোন-রণবীর সিং এবং প্রিয়াংকা চোপড়া-নিক জোনাস। বিয়ের কার্যক্রম শুরু হয়েছিল বুধবার বিকাল থেকেই। বলতে গেলে গোটা বলিউডই বাসভবনটিতে উপস্থিত ছিল।

খেলার জগত থেকে বিয়েতে উপস্থিত হয়েছিলেন শচীন তেন্ডুলকার, মহেশ ভূপতি, অনিল কুম্বলে, ভিনেন্দ্র শেহওয়াগ, যুবরাজ সিং এবং সস্ত্রীক আরো অনেকে। মূলত এই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় রাজস্থানের উদয়পুরে দুই দিন আগে থেকেই। সে সময়ই নিমন্ত্রিত ছিলেন সুপরিচিত রাজনীতিবিদরা।

বিয়ে পূর্ব অনুষ্ঠানে উদয়পুরে উপস্থিত থাকেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বুধবার মুম্বাইয়ের মূল অনুষ্ঠানেও ছিলেন। এ দিন মঞ্চ মাতিয়েছেন শাহরুখ খান, আমির খান, সালমান খান। ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চন নৃত্য পরিবেশন করেছেন।

এই বিয়ের মাধ্যমে ভারতের দুটি বড় শিল্পপতি পারিবারিক বন্ধনে আবদ্ধ হলো। মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ফোর্বেসের হিসাব অনুসারে বিশাল রিলায়েন্সের ৪৩ বিলিয়ন ডলারের। বর আনন্দ পরিমলের বয়স ৩৩ বছর। তিনি বিশাল রিয়েল স্টেট ও ওষুধ ব্যবসায়ের উত্তরাধিকার।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়িতে এই বিয়ে অনুষ্ঠান হয়। পুরো বাড়িটি সাজানো হয়েছিল লাল গোলাপ ও আলো দিয়ে। বর আসেন প্রায় তিন দশক আগে একটি স্পোর্টস কারে চড়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি