শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নির্বাচন মনিটরিং সেল গঠন, জাপার ইশতেহার কাল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ ‌একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা সেল গঠন করা হয়েছে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুমোদন ক্রমে ইতোমধ্যেই মনিটরিং সেল কাজ শুরু করেছে। নির্বাচন পরিচালনার জন্য ২০ সদস্যের একটি মনিটরিং সেল গঠনের কথাও জানান এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনিল শুভরায়।

এদিকে পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, শুক্রবার দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার।

সুনীল শুভরায় বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানকে নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক করা হয়েছে। ২০ সদস্যের মনিটরিং সেলের সদস্য সচিব করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপাকে। সেলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর শিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, আরিফুর রহমান খান, আমানত হোসেন আমানত, শফিউল্লাহ শফি, মোস্তাফিজুর রহমান নাঈম, সাইফুল ইসলাম পিটু, হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, গোলাম মোস্তফা, কাজী আবুল খায়ের, সুমন আশরাফ, ইফতেখার আহসান হাসান, মিজানুর রহমান মিরু, খন্দকার দেলোয়ার জালালী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি