বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রীর সঙ্গে নিবার্চনী প্রচারণায় রিয়াজ-ফেরদৌস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ আসন্ন জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিবার্চনী প্রচারণায় মাঠে নেমেছেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। গতকাল বুধবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নিজের সংসদীয় আসন থেকে ভোটের প্রচার শুরু করেন আওয়ামী লীগ সভানেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন রিয়াজ ও ফেরদৌস।

এ প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আমি ও রিয়াজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিবার্চনী প্রচারণায় অংশ নিয়েছি। প্রথমে গিয়েই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছি। এরপর মিটিংয়ে অংশ নিয়েছি। চলচ্চিত্র পরিবারের প্রতিনিধি হয়েই আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে নিবার্চনী প্রচারণায় আছি। তিনি বলেন, ঢাকা ফেরার পথে ৭টি পথসভা রয়েছে। সেগুলোতেও অংশ নেব। এরপর ঢাকায় ফিরব।’

গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার গণভবন থেকে রওনা হয় শেখ হাসিনার গাড়িবহর। এ সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে নেতাকমীর্রা নৌকা নৌকা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছা গ্রহণ করেন। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে ফাতিহা পাঠ, পুষ্পস্তবক অপর্ণ ও মোনাজাতে অংশ নেন। এরপর বিকালে কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদশর্ সরকারি কলেজ মাঠে নিবার্চনী জনসভায় ভাষণ দেন। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকমীের্দর সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাতযাপন করে আজ সকাল ১০টার দিকে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ফেরার পথে তার বেশ ৭টি পথসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিক ভোটের প্রচারের প্রথমদিন চিত্রনায়ক রিয়াজ-ফেরদৌস ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের ৭৩তম অধিবেশনে সফরসঙ্গী হিসেবে ছিলেন রিয়াজ ও ফেরদৌস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি