শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণায় মোদিকে পরামর্শ হাইকোর্টের, সমর্থন দিতে মমতাকে তাগিদ


ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণায় মোদিকে পরামর্শ হাইকোর্টের, সমর্থন দিতে মমতাকে তাগিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৮


ডেস্ক রিপোর্টঃ নরেন্দ্র মোদীর উচিত ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা এবং সেটা মমতাকে সমর্থন করতে তাগিদ দিয়েছেন মেঘালয় হাইকোর্টের বিচারপতি।

সোমবার এক রায়ে এমনই পর্যবেক্ষণ জানালেন বিচারপতি এসআর সেন। স্থায়ী বাসিন্দার এক মামলার শুনানি শেষে এই পর্যবেক্ষণ দেওয়া হয়।

বিচারপতি সেন তার পর্যবেক্ষণে লিখেছেন, ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। সেই মতো পাকিস্তান নিজেকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করেছে। তাই ভারতকেও হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত।

বিচারপতি আরো জানিয়েছেন, ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা উচিত নয়। ভারতের ইসলামিকরণ রুখতে নরেন্দ্র মোদীকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সমর্থন করা উচিত।

একই সঙ্গে প্রতিবেশী ইসলামিক দেশগুলি থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ ও খ্রিস্টান উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য আইন আনতে অনুরোধ করেছেন তিনি।

আরো পড়ুন: ‘জনগণ ব্যালটের মাধ্যমেই সরকারকে বিদায় জানাবে’

রাজ্য সরকার স্থায়ী বাসিন্দার প্রশংসাপত্র দিতে অস্বীকার করায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। সেই মামলার রায়ে এসব পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি।

এদিকে বিচারপতির এমন বক্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিচারপতি সেনের পর্যবেক্ষণের সমালোচনা করে লোকসভা সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেন, এটা কী ধরনের রায়? আইন ব্যবস্থা ও সরকার কী এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে? ভারত কখনও ইসলামিক রাষ্ট্র হবে না। ভারত সর্বদাই ধর্মনিরপেক্ষ দেশ থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি