বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদাকে রক্ষায় ধানের শীষে ভোট চান কনকচাঁপা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ গণতন্ত্র ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামার আগে

দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সবার কাছে ভোট চান তিনি। কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী।

কনকচাঁপা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ও খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষের বিজয় ছাড়া বিকল্প নেই। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। মানুষ যাতে নির্ভয়ে ধানের শীষে ভোট দিতে পারেন, সে জন্য সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কনকচাঁপা অভিযোগ করেন, ‘নির্বাচনী প্রচারণায় নামার আগেই আমাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদনও করেছি। তাই বলে ঘরে বসে থাকা যাবে না। সব বাধা অতিক্রম করে ভোটের মাধ্যমে গণতন্ত্রকে বিজয়ী করতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’ তিনি বলেন, কাজীপুরের মানুষ নদীভাঙনসহ বিভিন্ন সংগ্রাম করে সাহসী হয়ে উঠেছেন। তাই নির্বাচনেও সব বাধা বিপত্তি উপেক্ষা করে ধানের শীষকে বিজয়ী করবেন বলে তিনি আশা করেন।

কণ্ঠে গান তুলে দেশের মানুষের হৃদয় জয় করেছেন, উল্লেখ করে কনকচাঁপা বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মানুষ আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই বিশ্বাস আমার আছে।’

মতবিনিময় সময় কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক রবিউল হাসান, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদারসহ সিরাজগঞ্জ-১ আসনের ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই আসনে কনকচাঁপার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এই আসনে ১৯৮৮ সালের নির্বাচন ছাড়া সবগুলো নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি