শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মুরাদনগরে বিএনপির প্রচারণায় আ’লীগের হামলার অভিযোগ,গাড়ি ভাংচুর 


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৮


ইমতিয়াজ আহমেদ জিতু: কুমিল্লা-৩ (মুরাদনগর ) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী কে এম মুজিবুরের গনসংযোগে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএনপির প্রার্থীর গাড়িসহ বহরে থাকা ৫টি গাড়ি ভাংচুর করা হয় এবং দুই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি প্রার্থী মুজিবুর।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫ টায় মুরাদনগর থানার সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে সন্ধ্যা ৬ টায় উপজেলা সদরের নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে বিএনপির প্রার্থী কে এম মুজিবুর অভিযোগ করে বলেন, আমরা কয়েকটি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে মুরাদনগর থানার সামনে দিয়ে গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতিতে আ’লীগের নেতাকর্মীরা দা, ছেনি-লাঠি, হকিস্টিক দিয়ে আমাদের উপর হামলা করে। এ সময় আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়। তারা আমাদের ৫/৬টি গাড়ির গ্লাস ভাংচুর করে। হামলার দৃশ্য ধারনের সময় বাংলাভিশন, চ্যানেল টোয়েন্টি ফোর ও একটি দৈনিক পত্রিকার ক্যামেরা ছিনিয়ে নিয়েছে তারা।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম জানান, পুলিশের উপস্থিতিতে কোন হামলার ঘটনা ঘটেনি। আমরা বরং সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি