বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ কমেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ রাজশাহী পিএন গার্লস স্কুলের শিক্ষার্থীদের উচ্ছ্বাস।

গত বছরের তুলনায় এবারের জেএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের পাশের হার ও জিপিএ-৫ কমেছে। গতবছর এ বোর্ডের পাশের হার ছিল ৯৫.৫৪ শতাংশ। কিন্তু এবারের পাশের হার ৯৪.৫৭ শতাংশ। গতবছর এ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৬৩৩ শিক্ষার্থী। অথচ এবার জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ শিক্ষার্থী।

এদিকে এবারো পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ছেলেদের পাশের হার ৯৪.০৫ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৯৫.০৬ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ১৪ হাজার ৬৩৮ শিক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৭৬৫ জনই মেয়ে। বাকী ৬ হাজার ৮৭৩ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। ২৫৩ কেন্দ্রের ২ হাজার ৯৮২ স্কুলের মধ্যে শতভাগ পাশ করেছে ৯১২ স্কুলের শিক্ষার্থীরা। তবে নাটোরের লালপুর থানার বামনগ্রাম বিজয়পুর জুনিয়র স্কুলের ৪ শিক্ষার্থীর এবং জয়পুরহাটের পাঁচবিবির থানার চানপাড়া জুনিয়র হাইস্কুলের ২ শিক্ষার্থীর কেউ পাস করেনি।

অন্যদিকে জেএসসির ফলাফল উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব অধ্যাপক তরুণ কুমার সরকার ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনারুল হক প্রামাণিক পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমার বিষয়ে বলেন, অন্যান্য বছর চতুর্থ বিষয়ের নম্বর যোগ হওয়ায় জিপিএ-৫ এর বেশি হতো। কিন্তু এবারের পরীক্ষায় কোনো চতুর্থ বিষয় ছিল না বলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। এছাড়া বাংলা এবং ইংরেজিতে দুই বিষয়ে পৃথক পরীক্ষা হতো। কিন্তু এবার বাংলা এবং ইংরেজির দুইপত্র মিলিয়ে একটি করে পরীক্ষা হওয়ায় পাশের হার কমেছে বলেও দাবি করেন তারা।

উল্লেখ্য, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ছিলো ২ লাখ ৫৩ হাজার ২২১ জন। এর মধ্যে পাশ করেছে ২ লাখ ৩৩ হাজার ৫৬৯ শিক্ষার্থী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি