[bangla_day],[english_date]


বিশ্বের সর্বোচ্চ দীর্ঘ সেতু কুয়েতে খুলে দেয়া হচ্ছে আগামী এপ্রিল


পূর্বাশা বিডি ২৪.কম :
05.01.2019

ডেক্স রিপোর্টঃ  কুয়েত সিটি থেকে সুবাইয়া নামে দেশটির উপকূলীয় এক শহরের সঙ্গে যুক্ত হবে বিশ্বের সর্বোচ্চ দীর্ঘ এ সেতুটি। আগামী এপ্রিলে এ সেতু খুলে দেয়া হবে এবং এটি নির্মাণে খরচ হচ্ছে ২.৬ বিলিয়ন ডলার।

সেতুর দুই পাশে দুই বন্দর, প্রশাসন ভবন ও দর্শক কেন্দ্র সব মিলে ১৫ লাখ বর্গমিটার জমি লাগছে।

সেতুটির নাম দেয়া হয়েছে শেখ জাবের কসওয়ে। দক্ষিণ কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারি এন্ড কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করছে। ৬ বছর লাগছে সেতুটি নির্মাণ করতে। সেতুটির মোট দৈর্ঘ হচ্ছে ৪৮.৫৩ কিলোমিটার যা চীনের কিনডাওয়ের হাইওয়ান সেতুর চেয়ে ৭ কিলোমিটার বেশি দীর্ঘ।এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি