[bangla_day],[english_date]


সংসার ভাঙছে বিদ্যা বালানের?


পূর্বাশা বিডি ২৪.কম :
05.01.2019

ডেক্স রিপোর্টঃ বছরের প্রথম দিনেই বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী বিদ্যা বালানের জন্মদিন। ৪০ বছরে পড়লেন তিনি। আর এদিনই গুঞ্জন উঠেছে তার বিবাহ বিচ্ছেদের। বিদ্যা বালান অনেক দিন নতুন কোনো ছবি দিয়ে আলোচনায় না থাকলেও এবার নতুন করে আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবন নিয়ে।

জোর গুঞ্জন উঠেছে যে, শিগশিগরই বিবাহ-বিচ্ছেদ হতে যাচ্ছে এ তারকার।

বছরের প্রথম দিনেই বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী বিদ্যা বালানের জন্মদিন। ৪০ বছরে পড়লেন তিনি। আর এদিনই গুঞ্জন উঠেছে তার বিবাহ বিচ্ছেদের। বিদ্যা বালান অনেক দিন নতুন কোনো ছবি দিয়ে আলোচনায় না থাকলেও এবার নতুন করে আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবন নিয়ে।

জোর গুঞ্জন উঠেছে যে, শিগশিগরই বিবাহ-বিচ্ছেদ হতে যাচ্ছে এ তারকার।

প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরকে ভালবেসে বিয়ে করেছিলেন বিদ্যা। এবার তাদের সংসার পরকীয়ার খপ্পরে পড়েছে বলে শোনা যাচ্ছে। বিদ্যা বালানের স্বামী পরকীয়ায় মত্ত থাকার জেরেই নাকি এবার ভাঙতে বসেছে সংসার।

তবে এ খবরের সত্যতা কতটুকু তা নিয়ে রয়েছে বিস্তর সংশয়। কারণ, বিদ্যাকে নিয়ে এর আগেও অনেক গুঞ্জন শোনা গেছে, হয়েছে অনেক সমালোচনা এবং বিতর্কও। কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই সত্য হয়নি। তাই এবারের গুঞ্জনও যে সত্যি হবে তার কোনো নিশ্চয়তা নেই।

তাছাড়া, বেশ কিছু গণমাধ্যমে বলা হচ্ছে, বেশ সুখেই কাটছে বিদ্যা বালানের সংসার। ভক্তরাও চাইছেন এ খবরই যেন সত্যি হয়।এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি