শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ৪৫ বছর পর নৌকার বিজয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৯

স্টাফ রিপোর্টারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে দীর্ঘ ৪৫ বছর পর আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছে।

উপজেলার ১৩৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের পর বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই ধানের শীষ প্রতীকের প্রার্থী কে এম মজিবুল হককে ২ লক্ষ ৬০ হাজার ৮২৪ ভোটের ব্যবধানে হারিয়ে নৌকা প্রতীকে বিজয়ী হন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

জানা যায়, ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের প্রার্থী ডা: ওয়ালী আহাম্মদের পর আর জয়ের মূখ দেখেনি আওয়ামী লীগ। তার পর থেকেই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি পায় এই আসনটি। সাবেক পাচঁ বারের এমপি কায়কোবাদ ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার কারনে দীর্ঘদিন দেশের বাইরে থাকায় ২০১৪ সালের নির্বাচনে এ আসনে বিএনপির অবসান ঘটে। সেই নির্বাচনে নৌকা প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন ইউসুফ আবদুল্লাহ হারুন।

এমপি নির্বাচিত হওয়ার পর গত ৫ বছরে এ উপজেলায় প্রায় ১১’শ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সর্ব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ও আমূল পরিবর্তন আসায় এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন আ’লীগের সাবেক এই অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। যদিও এ আসনটিতে বিএনপি থেকে হেবি ওয়েট প্রার্থীকেই মনোনয়ন দিয়েছিলো কিন্ত আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে বেশি বেগ পেতে হয়নি ইউসুফ আব্দুল্লাহ হারুনের।

দীর্ঘদিন পর এ আসনটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করায় এখানকার দলীয় নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি