শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ‘মন্ত্রিত্ব বর্জন করে বিরোধী দলে অবস্থান, এরশাদের মহৎ মনের পরিচয়’


‘মন্ত্রিত্ব বর্জন করে বিরোধী দলে অবস্থান, এরশাদের মহৎ মনের পরিচয়’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ শুক্রবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, এবার সরকারে নয় বিরোধী দলেই থাকবেন তারা। জাতীয় পার্টির এই সিদ্ধান্তকে সাধারণ মানুষ স্বাগত জানিয়ে বলেছেন, এরশাদের এই সিদ্ধান্ত মহৎ মনের পরিচয়।

শুক্রবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, এবার সরকারে নয় বিরোধী দলেই থাকবেন তারা। জাতীয় পার্টির এই সিদ্ধান্তকে সাধারণ মানুষ স্বাগত জানিয়ে বলেছেন, এরশাদের এই সিদ্ধান্ত মহৎ মনের পরিচয়।

সাধারণ মানুষ বলেছেন, মন্ত্রিত্ব গ্রহণ না করে জনগণের স্বার্থে যদি এরশাদ এবার বিরোধী দলে আসেন তাহলে এটা ভালো হবে। কারণ বিরোধী দল জনগণের জন্যই। সরকার যে কাজ করবে তার সমালোচনার জন্যই বিরোধী দল। কাজেই মন্ত্রিত্ব বর্জন করে বিরোধী দলের পক্ষ নেবে এটা এরশাদের মহৎ মনের পরিচয়। জীবিত থাকা অবস্থায় জনগণের আস্থা অর্জন করবেন এরশাদ এটা আমাদের প্রত্যাশা। জাতীয় পার্টি বিরোধী দলেই থাকবে এটাই আমরা আশা করি।

তারা আরো বলেছেন, নিজেদের পার্টিগত বা ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে বিভিন্ন দলের নেতাকর্মীরা যেখানে লাভবান হবেন সে জায়গায় যায়। এতে করে জনগণের মতামতকে প্রাধান্য দেয়া হয় না। তবে জাতীয় পার্টিকে বিরোধী দলেই থাকা উচিত। বিরোধী দল থাকলে তাদের নিজেদের ভিত্তি শক্তিশালী হবে। কাজেই চাইলে তারা জনসম্পৃক্ততা বাড়তে পারবে।

বর্তমানে সরকারি দলেই সব, এখন বিরোধী দল বলতে জাতীয় পার্টিই বলা চলে। এছাড়া বর্তমানে জাতীয় পার্টি ছাড়া বিরোধী দল বলতে কাউকে দেখা যাচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি