বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


স্কুলশিক্ষকের সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

স্কুলশিক্ষকের সচেতনতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন। পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার স্টেশনের পূর্ব পাশে স্লিপার ভেঙ্গে যাওয়ায় দুর্ঘটনা ঘটতে পারতো।

শনিবার সকাল ১০টায় স্কুলে যাচ্ছিলেন দিলপাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছবুর। এ সময় তার চোখে পড়ে দুটি স্লিপার ভেঙ্গে একপাশের রেল লাইন অনেকটা নিচু হয়ে আছে। এখানকার রেল লাইনটি চলনবিলের মধ্যে দিয়ে অতিক্রম করায় ভূমি থেকে লাইনের উচ্চতা প্রায় ৩০ ফুট। তাই এই ভাঙ্গা স্থানের উপর ট্রেন চললেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতো।

এই লাইন দিয়ে সব আন্তঃনগর ট্রেন চলাচল করে। তাই আব্দুস সবুর সঙ্গে সঙ্গে একজন কৃষকের কাছ থেকে লাল গামছা নিয়ে ওখানে টাঙ্গিয়ে দেন। অতপর তিনি ছুটে যান দিলপাশার স্টেশনে। সেখান থেকে ফোন দেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অধ্যাপক মাহবুব-উল-আলমকে। তিনি মেসেসটি দ্রুত পৌঁছে দেন জিআরপি পুলিশ ও লাহিড়ী মোহনপুর স্টেশনে অবস্থানরত খোলা কাগজের সাংবাদিক মানিক হোসেনের কাছে। তিনি স্টেশন মাস্টারের মাধ্যমে মেসেসটি পাঠান রেলের পাকশি বিভাগের ট্রাফিক কন্ট্রোলারের কাছে। ফলে এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ভাঙ্গুড়া স্টেশন মাস্টার আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুর দেড়টা হতে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক শুরু হয়েছে। এ কারণে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপেস, সুন্দরবন, নীলসাগর প্রভৃতি ট্রেনের যাত্রা কিছুটা বিলম্বিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি