শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাজিলে ব্যাপক সহিংসতা, সেনা মোতায়েন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ
কারাগারে কঠোরতা আরোপের প্রতিবাদে এক সপ্তাহ ধরে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় ফোর্তালেজা শহরে সহিংসতা চালাচ্ছে একাধিক সন্ত্রাসী গ্যাং। ছবি: বিবিসি।

ব্রাজিলে একাধিক সন্ত্রাসী গ্রুপের নেতৃত্বে ব্যাপক সহিংসতা জেরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কারাগারে কঠোরতা আরোপের প্রতিবাদে এক সপ্তাহ ধরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ফোর্তালেজা শহরে সহিংসতা চালাচ্ছে একাধিক সন্ত্রাসী গ্যাং। বিবিসি।

রবিবার ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের জানায়, ফোর্তালেজায় প্রায় ৩০০ সৈন্য মোতায়েন করা হয়েছে। সৈন্যরা সহিংসতা থামাতে সর্বত্র টহল দেবে। শহরটির বেশিরভাগ দোকান, ব্যাংক হামলার শিকার হয়েছে। বাদ যায়নি যানবাহনও।

ব্রাজিলের বেশিরভাগ কারাগারগুলো সন্ত্রাসী গ্যাংয়ের নিয়ন্ত্রণে। সম্প্রতি কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে কারাগারে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেয়। এরপরই সহিংসতা শুরু হয়।

কারাগারে গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিতে অপরাধীদের স্থান নির্বাচনের নীতিও পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুনঃ নির্বাচনী কার্যালয় থেকে টিভি চুরির অভিযোগ, গাছে ঝুলিয়ে নির্যাতন

ব্রাজিলে ব্যাপক সহিংসতা, সেনা মোতায়েন

বিবিসি জানায়, ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত নতুন প্রেসিডেন্ট জেইর বোলসোনারের শপথ নেয়ার কয়েকদিন পরই দেশটিতে সেনা মোতায়েনের ঘটনা ঘটলো। ব্রাজিলজুড়ে চলা লাগামহীন সন্ত্রাস প্রতিরোধ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন বোলসোনারো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি