বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেলেন যারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

নতুন মন্ত্রীসভায় কারা সদস্য হিসেবে থাকছেন তাদের নাম ঘোষণা হবে বিকেল পাঁচটায়। এর আগেই অনেকে শপথ নিতে ফোনে ডাক পেয়েছেন। ডাক পাওয়াদের বেশিরভাগই নতুন। পুরনো হেভিওয়েট নেতাদের অনেকেই বাদ পড়ছেন বলে জানা গেছে।

শপথ নিতে এরই মধ্যে ডাক পেয়েছেন বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বর্তমান আইসিসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বর্তমান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বীর বাহাদুর, গোলাম দস্তগীর গাজী, সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, এম এ মান্নান, টিপু মুন্সী, জাহিদ আহসান রাসেল, বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রবিবার ইত্তেফাককে জানান, নতুন সরকারে ৪৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এরমধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হচ্ছেন। মন্ত্রিপরিষদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি