মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আগামী পাঁচ বছরে উন্নয়নে চমক দেখাতে চাই: এলজিআরডি মন্ত্রী


আগামী পাঁচ বছরে উন্নয়নে চমক দেখাতে চাই: এলজিআরডি মন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০১৯

অনলাইন ডেস্কঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে আগামী পাঁচ বছর দেশের অবকাঠামো খাতে উন্নয়নে চমক থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ জনপদে পরিণত হওয়ার লক্ষে কাজ করছি। প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি।

তাজুল ইসলাম বলেন, গুণগত কাজ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দেশে আগামী পাঁচ বছরে উন্নয়নে চমক দেখাতে চাই। সব ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করব।

মঙ্গলবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠান এবং মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিটি গ্রামে শহরের সব নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা পালন করা হবে। যথাসময়ে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা সহজীকরণ করা হবে। এছাড়া সব কার্যক্রমে গতিশীলতা আনয়ন করা হবে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সচিব এস এম গোলাম ফারুক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার প্রমুখ।

প্রথম কর্মদিবসে মঙ্গলবার দুপুর ১২টায় প্রতিমন্ত্রী তার দফতরে পৌঁছান এবং দুপুর সাড়ে ১২টায় তার দফতরে পৌঁছান এলজিআরডি মন্ত্রী।

এলজিআরডি মন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করলে দেশ সুষম উন্নয়নের ছোঁয়া পাবে। বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ। আমাদের বিশাল পরিমাণ জনসংখ্যা রয়েছে। এ জনসংখ্যাকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করে জনসম্পদ হিসেবে ব্যবহার করলে ২০৪১ সালের আগেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হব।

এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আর সে লক্ষ্যে গৃহীত কার্যক্রম শতভাগ বাস্তবায়ন করতে সক্ষম হব আমরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি