[bangla_day],[english_date]


মেয়ের কথা মনে আছে?


পূর্বাশা বিডি ২৪.কম :
09.01.2019

ডেক্স রিপোর্টঃ

মেয়ে ইরার সঙ্গে বাবা আমির খানমেয়ে ইরার সঙ্গে বাবা আমির খানআমির খান কিন্তু মেয়ের বাবা। আমির খান ও রীনা দত্ত দম্পতির দুই সন্তান, ছেলে জুনাইদ আর মেয়ে ইরা। ২০০২ সালের ডিসেম্বরে রীনা দত্তের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানেন আমির খান। এরপর মায়ের কাছেই আছেন জুনাইদ ও ইরা। কিন্তু নিজের এই দুই সন্তানের কথা আমির খানের মুখে শোনা যায়নি। ছেলেমেয়ে দুজনই এখন বড় হয়েছেন। এরই মধ্যে ছেলে জুনাইদকে নিজের কাছে রাখছেন। জানা গেছে, আমির খান ছেলেকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করেছেন। বাবাকে নানা কাজে সহায়তা করছে জুনাইদ। এবার মুম্বাইয়ে একটি রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়ে ইরাকে নিয়ে হাজির হন আমির খান।

আমির খান ও ইরাআমির খান ও ইরাসাবেক স্ত্রীর কাছে রেখে আসা ছেলেমেয়েকে নিয়ে হঠাৎ ব্যস্ত হয়ে পড়লেন আমির খান! রীনা দত্তের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর কখনো কোনো উল্লেখযোগ্য অনুষ্ঠানে ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে যেতে দেখা যায়নি তাঁকে। কিংবা কোনো সাক্ষাৎকারে ছেলেমেয়েকে নিয়ে কিছু বলতে শোনা যায়নি। ছেলেমেয়েকে নিয়ে দেশে কিংবা দেশের বাইরে কোথাও বেড়াতে গেছেন, তেমনটাও কেউ মনে করতে পারবে না। তাহলে আমির খান হঠাৎ ছেলেমেয়ের প্রসঙ্গ সামনে আনছেন, মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, মেয়েকে জড়িয়ে ধরে আদর করছেন!

জানা গেছে, গত ৩১ ডিসেম্বর আমির খান নতুন বছরের জন্য কিছু ওয়াদা করেছেন। বছরের শেষ দিন রাতে তা পোস্ট করেছেন টুইটারে। সেখানে তিনি প্রতিজ্ঞা করেছেন, নতুন বছরে সন্তানদের সঙ্গে বেশি করে সময় কাটাবেন। সন্তান বলতে এখানে শুধু কিরণ রাও আর তাঁর ছেলে আজাদ রাও খানকেই মনে করেননি, পাশাপাশি জুনাইদ ও ইরার কথাও বলেছেন। আমির খানের বয়স এখন ৫৩। ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করছেন তিনি। যেসব অভাব সবাই অনুভব করে, তার সবই আছে আমির খানের। কিন্তু সবাই যেভাবে সন্তানদের কাছ থেকে ভালোবাসা পান, তেমনটা পান না আমির খান। পরম এই পাওয়া থেকে তিনি নিজেই নিজেকে বঞ্চিত করেছেন।

আমির খান ও ইরাআমির খান ও ইরামুম্বাইয়ে সেই রেস্তোরাঁয় ইরার সঙ্গে আমির খানের ছবি দেখে পরিচিতজনেরা মন্তব্য করেছেন, অনেক বছর পর মেয়ের সঙ্গে বাবার দেখা হলো। তবে মেয়ের জন্য যে তাঁর ভালোবাসা এখনো অটুট, ছবি দেখে তা বেশ স্পষ্ট বোঝা গেছে।এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি