বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়া টেস্ট দল থেকে বাদ মার্শ ভ্রাতৃদ্বয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ শন মার্শ ও মিচেল মার্শ।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ দুই ভাই শন মার্শ ও মিচেল মার্শ। তবে তরুণ ব্যাটিং প্রতিভা উইল পুকোভস্কির অন্তর্ভূক্তি সকলকে বিস্মিত করেছে।

ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ পরাজয়ের পর দলে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় নতুন ঘোষিত ১৩ সদস্যের দল থেকে আরো বাদ পড়েছেন ভারতের বিপক্ষে ফর্মহীনতায় থাকা ওপেনার এ্যারন ফিঞ্চ ও মিডল-অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব।

গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের দলে ফিরেছেন জো বার্নস। মার্কস হ্যারিসের সাথে তাকেই হয়ত ওপেনিং জুটিতে দেখা যেতে পারে। ভারতের বিপক্ষে নিজেকে টিকিয়ে রাখার যথেষ্ঠ চেষ্টা করেছে হ্যারিস।

তবে তাদেরকে অবশ্য ম্যাট রেনশ’ এর সাথে লড়াই করেই দলে টিকে থাকতে হবে। ঘরোয়া শেফিল্ড শিল্ডে এবারের মৌসুমে নিজেকে প্রমাণে ব্যর্থ হলেও অসি নির্বাচকরা আরো একবার তার উপর আস্থা রেখেছেন।

অস্ট্রেলিয়ান স্কোয়াড: জো বার্নস, প্যাট কামিন্স, মার্কোস হ্যারিস, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খাজা, মারনুস লাবুশাগনে, ন্যাথান লিয়ন, টিম পেইন (অধিনায়ক), উইল পুকোভস্কি, ম্যাট রেনশ, মিচেল স্টার্ক, পিটার সিডল।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ: জো বার্নস (অধিনায়ক), কুরটিস প্যাটারসন, স্কট বোল্যান্ড, জেড ডোরান, জন হল্যান্ড, মারনুস লাবুশাগনে, মাইকেল নেসার, উইল পুকোভস্কি, জেসন সাংগা, ম্যাট রেনশ, ক্রিস ট্রিমেইন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি