শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মাশরাফি ঝড়ে কুমিল্লার ধস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ রংপুরের খেলোয়াড়রা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ষষ্ঠ ম্যাচে রংপুরকে ৬৪ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে আগে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক মাশরাফি।

ব্যাটিংয়ে নেমে মাশরাফির ঝড়ো বোলিংয়ে স্মিথের কুমিল্লা ১৬.২ ওভারে সব উইকেটের বিনিময়ে ৬৩ রানেই থেমে যায় তাদের ইনিংস। এটিই ছিল মাশরাফির টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং।

ব্যাটিংয়ে নেমে কুমিল্লার ওপেনার তামিম ইকবাল (৪), এভিন লুইস (৮), ইমরুল কায়েস (২) আর স্টিভ স্মিথ (০) একে একে ফেরেন সাজঘরে। এরপর শোয়েব মালিক (০), এনামুল হক বিজয় (২), মোহাম্মদ সাইফুদ্দিনও (৭) একে একে ফিরে গেলে বিপাকে পড়ে কুমিল্লা। শহীদ আফ্রিদি ১৮ বলে তিনটি চার আর একটি ছক্কায় করেন ২৫ রান। শেষের দিকে মেহেদি হাসান করেন ৬ রান এবং আর আবু হায়দার রনি করেন ৫ রান।

বল হাতে মাশরাফি ৪ ওভারে ১ মেডেন নিয়ে ১১ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। শফিউল ইসলাম দুটি, নাজমুল ইসলাম অপু তিনটি, ফরহাদ রেজা একটি করে উইকেট তুলে নেন। বেনি হাওয়েল ৩ ওভারে খরচ করেন মাত্র ৬ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৪ রানের টার্গেট নিয়ে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। ওপেনিং জুটিতে রয়েছেন ক্যারিবিয়ান জায়েন্ট ক্রিস গেইল এবং মেহেদি মারুফ। এখন পর্যন্ত প্রথম ওভার শেষে রংপুরের সংগ্রহ শূণ্য উইকেটে ৪ রান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি