বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আবারও রাস্তায় পোশাক শ্রমিকরা, আশুলিয়ায় লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ


আবারও রাস্তায় পোশাক শ্রমিকরা, আশুলিয়ায় লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আজ শনিবার সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। আশুলিয়ার জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এসময় পোশাক শ্রমিকরা যাত্রীবাহী বাসসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। শনিবার ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে পৌনে ৯টার দিকে কারখানা থেকে বের হয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে এবং পরে গাড়ি ভাঙচুর করে।

এছাড়া মিরপুর-১৪ তে সকাল থেকেই সড়ক অবরোধ করে তারা। সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে মিরপুর টেকনিক্যাল মোড় এলাকায়ও। জানা গেছে, ওই এলাকার ৫টি গার্মেন্টস এর হাজার হাজার শ্রমিক সকালে রাস্তায় নেমে আসে। তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। উল্লেখ্য, আজ ৬ষ্ঠ দিনের মতো দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি