শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদরে ডিশ ব্যবসায়ীর বাড়ি ভাংচুর, গর্ভবতী মহিলাসহ আহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

কুমিল্লা সদরের পাচঁথুবী ইউনিয়নে এক ডিশ ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা। এ সময় তারা ওই ককটেল বিস্ফোরণ করে, তাদের হামলায় গর্ভবতী মহিলাসহ তিনজন আহত হয়।
হামলাকারিদের দেশীয় অস্ত্রের কোপে আহত আবু তাহের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । আহত আবু তাহের ওই এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।
রবিবার (১৩ জানুয়ারী) দুপুরে সদরের পাচঁথুবী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কেরানীনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ডিশ ব্যবসায়ী আবু তাহের জানান, আমরা অনেক বছর ধরে ডিশ ব্যবসা করি। বিগত কয়েক মাস ধরে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা এ ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য আমাদের উপর চাপ দিয়ে আসছে। এ ব্যবসাটি তারা করবে বলে আমাদের জানিয়েছে। পরে আমরা অসহায় বিধায় বলেছি , ডিশের যন্ত্রপাতিগুলোর মূল্য আমাদের দিয়ে দিলে এ ব্যবসা ছেড়ে দিবো । কিন্তু তারা মূল্যও দিবে না। এরই জের ধরে আজ দুপুরে প্রথমে জসিম, বাপ্পি, তানভীর ও ইয়াছিনসহ ৫/৬ আমাদের বাড়িতে এসে হুমকি দিলে স্থানীয় মহিলারা এগিয়ে আসলে তারা চলে যায়। এরপর আধা ঘন্টা পর তারা আরো ২০/২৫ জন নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর করে। দুটি ককটেল বিস্ফোরণ করে। ডিশের সকল যন্ত্রপাতি নিয়ে যায়। তাদের হামলায় গর্ভবতী মহিলাসহ দুই জন মহিলা ও আমি আহত হই। পরে আমরা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে আসে। হামলাকারিরা হুমকি দিয়ে গেছে, যদি মামলা করি পরবর্তীতে বাড়িঘর উড়িয়ে দিবে।
এ বিষয়ে ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ তপন বকসী জানান, তেমন কিছু হয়নি। ডিশ ব্যবসা নিয়ে একটু হাতাহাতি হইছে। বড় কিছু না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি