শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আদাবরে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৯

 


ডেস্ক রিপোর্ট : রাজধানীর আদাবর থানার একটি পোশাক কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত নতুন বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করেছেন। বুধবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে আদাবর শম্পা মার্কেটের সামনে লিংকরোডে তারা অবস্থান নেয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাওসার আহম্মেদ বলেন, ‘শ্রমিকরা সুশৃঙ্খল হয়ে শান্তভাবে সড়কে অবস্থান নিয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি। সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী তারা তাদের বেতন বাস্তবায়ন চেয়েছে। তারা মালিকের কাছ থেকে আশ্বাস চায়।

আমরা মালিককে খবর দিয়েছি।’

উল্লেখ্য বেতন কাঠামোতে বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে গত ৬ জানুয়ারি থেকে থেকে আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভ নিরসনে মঙ্গলবার (৮ জানুয়ারি) শ্রম ভবনে পোশাক শ্রমিক-মালিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া পোশাক শ্রমিকদের বেতন কাঠামোতে কোনও বৈষম্য বা অসঙ্গতি থেকে থাকলে চলতি জানুয়ারি মাসের মধ্যেই তা সংশোধন করা হবে।

পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে বিষয়টি সমাধানে পাঁচটি গ্রেডেই মজুরি সমম্বয়ের জন্য শনিবার (১২ জানুয়ারি) নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পোশাক মালিক ও শ্রমিকদের সঙ্গে সচিব কমিটির ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমিকদের সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। সংশোধিত কাঠামো অনুসারে এক নম্বর গ্রেডে মজুরি এখন থেকে হবে ১৮ হাজার ২৫৭ টাকা। আগে এই গ্রেডে মজুরি ছিল ১৭ হাজার ৫১০ টাকা। দুই নম্বর গ্রেডে মজুরি হবে ১৫ হাজার ৪১৬ টাকা। আগে এই গ্রেডে শ্রমিকদের মজুরি ছিল ১৪ হাজার ৬৩০ টাকা।

তিন নম্বর গ্রেডে এখন থেকে মজুরি হবে ৯ হাজার ৮৪৫ টাকা। আগে এই গ্রেডে শ্রমিকদের মজুরি ছিল ৯ হাজার ৫৯০ টাকা। চার নম্বর গ্রেডে সংশোধিত কাঠামো অনুযায়ী শ্রমিকদের মজুরি হবে ৯ হাজার ৩৪৭ টাকা।

আগে এই গ্রেডে শ্রমিকদের মজুরি ধরা হয়েছিল ৯ হাজার ২৪৫ টাকা। পাঁচ নম্বর গ্রেডে সংশোধিত কাঠামো অনুয়ায়ী এখন থেকে শ্রমিকদের মজুরি হবে ৮ হাজার ৮৭৫ টাকা যা আগে ছিল ৮ হাজার ৮৫৫ টাকা। ৬ষ্ঠ গ্রেডে নতুন ঘোষিত মজুরি কাঠামো অনুসারে মজুরি নির্ধারণ হয়েছে ৮ হাজার ৪২০ টাকা। আগে এই গ্রেডে মজুরি নির্ধারিত হয়েছিল ৮ হাজার ৪০৫ টাকা। তবে ৭ম গ্রেডের মজুরি কাঠামোতে কোনও পরিবর্তন আনা হয়নি।

১৩ জানুয়ারি ত্রিপক্ষীয় ওই বৈঠক শেষে সচিবালয়ে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি